শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পরিস্থিতি অত্যন্ত সংকটময়, যে করেই হোক ১২ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়’ *** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর

বিশ্বকাপে তামিমকে ভীষণ দরকার: হাবিবুল বাশার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

কোমরের ইনজুরির কারণে আসন্ন এশিয়া কাপ থেকে আগেই ছিটকে গিয়েছেন তামিম ইকবাল। এরপর কবে নাগাদ তিনি মাঠে ফিরবেন সেটি এখনও অনিশ্চিত। যদিও অনেকের ধারণা আগামী মাসে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারও মাঠের ক্রিকেটে ফিরতে পারবেন দেশসেরা এই ওপেনার। একই আশা করছেন বিসিবির নির্বাচক প্যানেলের সদস্য হাবিবুল বাশার সুমনও।

নিউজিল্যান্ড সিরিজের পর ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। আইসিসির মেগা এই আসরে তামিমকে ভীষণ প্রয়োজন বলে মনে করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক বাশার। 

শনিবার (১৯ আগস্ট) মিরপুর শের-ই বাংলার মাঠে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন। 

এ সময় বাশার বলছিলেন, "তামিম কঠোর পরিশ্রম করছে। অনেক চেষ্টা করছে ফিরে আসার জন্য। আমার মনে হয় নির্দিষ্ট সময়ের আগেই ফিরে আসবে। নিউজিল্যান্ড সিরিজেই তাকে ফিরে পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। কারণ বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার। তামিমের অভিজ্ঞতা ও পারফরম্যান্স অনেক দরকার আমাদের ভালো করার জন্য। তামিম যেভাবে পরিশ্রম করছে ও নিজেকে সময় দিচ্ছে, আমার মনে হয় তিনি সময়ের আগেই ফিরে আসতে পারবেন।" 

আজ তামিম ব্যাটিং করেছেন কিনা এমন প্রশ্নে বাশার বলেন, "আমার সঙ্গে আজকে দেখা হয়নি। আমি পরে যাবো। শুরু করুক। আমাদের হাতে সময় আছে। বিশ্বকাপ অক্টোবরে। তার আগে অনেক সময় পাচ্ছে। আমি আশাবাদী, নিউজিল্যান্ড সিরিজের আগে ঠিক হয়ে যাবে। হয়তো কিছুটা সামান্য ইনজুরি থাকবে। সেটা তামিম জানে। সেই ব্যাপারে নিজেই সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারবে। তবে সুস্থ তামিমকে আমাদের ভীষণ দরকার। তার পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ হবে বিশ্বকাপে আমাদের ভালো করার জন্য।" 

এসকে/ 

 

তামিম ইকবাল হাবিবুল বাশার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250