সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মাননা দিলো কুয়েত *** উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে *** র‌্যাব পরিচয়ে তুলে নেওয়ার ১৬ মাস পর বাড়ি ফিরলেন যুবক *** সকল সম্প্রদায়ের উৎসবে সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে *** অবশেষে ভারত-পাকিস্তান ম্যাচের আনুষ্ঠানিক সূচি ঘোষণা *** ঘন কুয়াশায় ঢাকা দিনাজপুর, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে *** ৯ গোলের ম্যাচে লিভারপুলের সহজ জয় *** ৭ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক *** রূপপুর বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি : যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ *** আগাম আলু চাষে ভালো লাভ, খুশি লালমনিরহাটের কৃষকরা

ভারতের লাদাখের প্রত্যন্ত অঞ্চলে মোবাইল ব্যাংকিং সেবা চালু

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো, জম্মু ও কাশ্মীর ব্যাংক লাদাখের জনসাধারণের জন্য দুইটি মোবাইল ব্যাংকিং শাখার উদ্বোধন করেছে। এগুলো ইউটি এর বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ব্যাংকিং পরিষেবা প্রদান করবে।

এলজি লাদাখের ডাঃ (ব্রিগেডিয়ার) বিডি মিশ্র, জম্মু ও কাশ্মীর ব্যাংকের এমডি এবং সিইও বলদেব প্রকাশ, ডেপুটি সিইসি (এলএএইচডিসি, লেহ) সেরিং আংচুক, এক্সিকিউটিভ কাউন্সিলর (এলএএইচডিসি, লেহ) তাশি নামগিয়াল ইয়াকজি এবং গোলাম মেহদী, ডিসি (লেহ) বালা সাহেব সুসে, ব্যাংকের নির্বাহী পরিচালক সুধীর গুপ্ত, ব্যাংকের পরিচালকবৃন্দ এবং সম্মানিত গ্রাহকদের উপস্থিতিতে এ দুইটি মোবাইল ব্যাংকিং উদ্বোধন করেন। 

অর্থনৈতিক উন্নয়নে জম্মু ও কাশ্মীর ব্যাংকের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে মোবাইল ব্যাংকিং এর মতো উদ্যোগ গ্রহণের জন্য এ ব্যাংকের প্রশংসা করেন বিডি মিশ্র। দূরত্ব এবং বিভিন্ন অসুবিধার কারণে যারা ব্যাংকের শাখাসমূহে যাতায়াত করতে পারে না তারা এই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সহজেই ব্যাংকিং পরিষেবা গ্রহণ করতে পারবে।

এ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যাংকের এমডি এবং সিইও বলদেব প্রকাশ।

আরো পড়ুন: অর্থপাচারের অভিযোগে ভারতে মন্ত্রী গ্রেপ্তার, ভেঙে পড়লেন কান্নায়

তিনি জানান, ৫৭টি পূর্ণাঙ্গ শাখা ছাড়াও ইতিমধ্যে লাদাখ জুড়ে ৩৫টি সহজ ব্যাংকিং ইউনিট এবং ৫৪টি এটিএম প্রতিষ্ঠা করা হয়েছে। এমনকি চুমুরের মতো লাদাখের প্রত্যন্ত অঞ্চলেও ব্যাংকিং সেবা ছড়িয়ে দিয়েছেন তারা। জনগণকে সর্বোত্তম ব্যাংকিং ও আর্থিক পরিষেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ তারা।

এই মোবাইল ব্যাংকিং শাখাগুলো সমস্ত ধরণের সাধারণ ব্যাংকিং পরিষেবা যেমন অ্যাকাউন্ট খোলা (সঞ্চয়/চলতি/মেয়াদী আমানত), নগদ রসিদ/নগদ উত্তোলন/চেক জমা সহ কেওয়াইসি আপডেট, সিকেওয়াইসি, এসএমএস পরিষেবা, ডিজিটাল পণ্য ইস্যু করার পাশাপাশি ক্লিয়ারিং চেকগুলোও সরবরাহ করবে।

এম এইচ ডি/আইকেজে 

ভারত লাদাখ মোবাইল ব্যাংকিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন