মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত *** ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরী ৫০ দিন পর টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ১ *** ভারত থেকে আজই দেশে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম *** পাইলট খালি মাঠে বিমানটি নামানোর চেষ্টা করেছিলেন: বিমানবাহিনীর প্রধান

হালি পেঁয়াজ

রাজবাড়ীতে সাড়ে ৪ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

চলতি বছর রাজবাড়ীতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে হালি পেঁয়াজের আবাদ হবে বলে দাবি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে জেলায় প্রায় সাড়ে ৪ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে।

জানা যায়, রাজবাড়ী পেঁয়াজ আবাদের একটি সমৃদ্ধ জেলা। এ জেলায় সারাদেশের চাহিদার প্রায় ১৬ শতাংশ পেঁয়াজ উৎপাদন হয়। দেশের মধ্যে পেঁয়াজ উৎপাদনে তৃতীয় অবস্থান রাজবাড়ীর। সারাবছর বিক্রির জন্য এখন হালি পেঁয়াজ লাগানোয় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তবে তেল, সার, বীজ, সেচ, পারিশ্রমিকসহ কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় বাড়ছে চাষ খরচ।

তারপরও একটু লাভের আশায় চাষাবাদ করছেন তারা। এ পেঁয়াজ বিক্রির সময় প্রতি মণ ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকার দাবি চাষিদের।

রাজবাড়ীর ৫টি উপজেলায় কম-বেশি পেঁয়াজের আবাদ হয়ে থাকে। এরমধ্যে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দিতে বেশি পেঁয়াজের আবাদ হয়। জেলায় কিং ও তাহেরপুরীসহ বেশ কয়েক জাতের পেঁয়াজের আবাদ হয়।

চলতি বছর রাজবাড়ীতে হালি, মুড়াকাটা ও বীজসহ প্রায় ৩৫ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পেঁয়াজ চাষি সবুজ মন্ডল, রনি বিশ্বাস, আয়ুব আলী, সজিব খানসহ অনেকেই বলেন, ‘প্রতি বিঘা জমিতে পেঁয়াজ আবাদ থেকে শুরু করে ফলন ঘরে তোলা পর্যন্ত খরচ হবে প্রায় ৩০-৪৫ হাজার টাকা। এক বিঘায় ভালো ফলন হলে ৪৫-৫০ মণ পেঁয়াজ হবে। যা মৌসুমে ৮০০ থেকে ১২০০ টাকার বেশি দাম পাই না।’

তারা বলেন, ‘মৌসুমে প্রতি মণ পেঁয়াজ ২ হাজার টাকা হলে ভালো হবে। তবে ন্যূনতম ১৫০০ টাকার নিচে দাম হলে খরচের টাকা উঠবে না। এ কারণে চাষিরা নিরুৎসাহিত হন। রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে ফসল ফলাই, কিন্তু টাকা আয় করেন বড় বড় ব্যবসায়ীরা।’

আরো পড়ুন: যে পদ্ধতিতে সহজে পালং শাক চাষ করবেন

রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘সারাদেশের মধ্যে পেঁয়াজ উৎপাদনে রাজবাড়ী তৃতীয়। এ জেলায় প্রায় ৩৫-৩৬ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়। এ বছর প্রায় সাড়ে ৪ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা করছি।’

তিনি বলেন, ‘দেশের মোট চাহিদার প্রায় ১৬ শতাংশ পেঁয়াজ উৎপাদন হয়। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজের আবাদ হবে। উৎপাদনের লক্ষ্যমাত্রাও পূরণ হবে। এ বিষয়ে আমরা কৃষকদের পরামর্শ, বীজ ও সার সহায়তা দিয়েছি।’

এসি/ আই. কে. জে/ 



রাজবাড়ী হালি পেঁয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন