রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রোনালদিনহোর সঙ্গে দেখা করবেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের পর এবার ঢাকায় পা রাখতে যাচ্ছেন লাতিন আমেরিকার আরেক দেশ ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। বুধবার (১৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশে পা রাখবেন ব্রাজিলের হয়ে বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

বাংলাদেশে এসে তিনি জামাল ভূঁইয়া, সাবিনা খাতুনের পাশাপাশি টাইগার ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গেও দেখা করবেন।

ব্যালন ডি’অর জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো ঢাকার রেডিসন হোটেলে উঠবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সেই সাক্ষাৎ শুধু কাভার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

আরো পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩ ওভারে ২৪৫ রান নেদারল্যান্ডসের

এরপর সাড়ে ৭টায় সাংবাদিকদের সামনেও হাজির হবেন রোনালদিনহো। র‍্যাডিসনে সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি। এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন পুরুষ ও নারী জাতীয় দলের দুই অধিনায়ক জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুন। তাদের সঙ্গে র‍্যাডিসনে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও।

যেহেতু তামিম একজন ব্রাজিলের সমর্থক এবং বাংলাদেশ ক্রিকেট দলের বড় তারকা, তাই তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকরা তামিমের অনুষ্ঠানে থাকার বিষয়টা নিশ্চিত করেছেন।

রোনালদিনহোর সঙ্গে সাক্ষাতের কথা আছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনেরও। অতিথি হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হলেও তিনি উপস্থিত থাকবেন কি-না তা নিশ্চিত করা হয়নি। বাংলাদেশে সফর শেষে রাত দেড়টায় দেশ ত্যাগ করবেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।

গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) কলকাতার ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে রোনালদিনহোর বাংলাদেশ সফরের সুখবরটি দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমার সোনার বাংলা – আমরা আসছি…।’


এসি/ আই. কে. জে/



তামিম ইকবাল রোনালদিনহো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন