বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে *** শুল্কে সুবিধা পেতে আমেরিকার গম বাড়তি দামে কিনবে সরকার *** টুঙ্গিপাড়ায় ২৮২ জনের বিরুদ্ধে পুলিশের মামলা *** ভোটের দিন গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা জারি ইসির *** বাংলাদেশ থেকে যাওয়া ১০ হাজার হিন্দু পরিবারকে জমি দিচ্ছেন যোগী আদিত্যনাথ *** জেমসের কনসার্টের আয়ের অংশ দেওয়া হবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের *** অতি দ্রুত নির্বাচনই উত্তরণের পথ: মির্জা ফখরুল *** আরও ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা *** ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, পরমাণু কর্মসূচি চলবে: পেজেশকিয়ান *** নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়া নিয়ে একমত হয়েছে সবাই: আলী রীয়াজ

রোনালদোর দুর্দান্ত গোলে শিরোপার দৌড়ে টিকে রইল আল নাসর

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ২৪শে মে ২০২৩

#

ক্রিস্টিয়ানো রোনালদো- ছবি: টুইটার থেকে নেওয়া

গোলটা দেখে ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্তরা পুরোনো দিনের কথা মনে করতে পারেন। দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বক্সের বাইরে থেকে নেওয়া শটে গতকাল আল নাসরের জয় নিশ্চিত করেন এই পর্তুগিজ তারকা।

সৌদি লিগে শিরোপার দৌড়ে থাকতে আল শাবাবের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। এমন এক ম্যাচে শুরুতেই ২-০ গোলে পিছিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় পেয়েছে আল নাসর। তাতে সৌদি লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা টিকে রইল আল নাসরের।

গতকাল ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় আল শাবাব। দুটি গোলই এসেছে আর্জেন্টাইন ফুটবলার ক্রিস্টিয়ান গুয়াঙ্কারের কাছ থেকে। বিরতির আগমুহূর্তে গোল করে আল নাসরকে ম্যাচে ফেরান ব্রাজিলিয়ান ফুটবলার অ্যান্ডারসন তালিস্কা। এরপর ম্যাচের ৫১ মিনিটে আবদুলরহমান ঘারিবের গোলে সমতায় ফেরে আল নাসর। রোনালদো গোল করেন ৫৯তম মিনিটে। লিগে এটি রোনালদোর ১৪তম গোল।

২-০ গোলে পিছিয়ে থাকার পরও জয় পেয়ে দারুণ উচ্ছ্বসিত রোনালদো, ‘দল দারুণ ফুটবল খেলছে। ২-০ গোলে পিছিয়ে থাকার পর ম্যাচে ফেরা অনেক কঠিন, তবে আমাদের বিশ্বাস ছিল এবং আমরা তিন গোল করেছি।’

২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোনালদোর আল নাসর। সমান ম্যাচে শীর্ষে থাকা আল ইতিহাদের পয়েন্ট ৬৬। এখনো ২টি করে ম্যাচ খেলবে দুটি দল। অর্থাৎ রোনালদোদের শিরোপা জিততে হলে নিজেদের ম্যাচগুলোয় জয়ের পাশাপাশি আল ইতিহাদের পয়েন্ট খোয়ানোর প্রার্থনা করতে হবে। 

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (২৪ মে ২০২৩)

পরের ম্যাচে আল ইতিহাদ আল ফেইহাকে হারালেই তাদের পয়েন্ট হবে ৬৯। আর তাতে এক ম্যাচ বাকি থাকতেই লিগ শিরোপা উঠবে আল ইতিহাদের ঘরে। কারণ, বাকি থাকা দুই ম্যাচেই যদি আল নাসর জয় পায়, তাহলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে ৬৯। কিন্তু লিগে আল নাসরের সঙ্গে হেড টু হেডে এগিয়ে থাকায় শিরোপা জিতবে আল ইতিহাদ।

এম/

 

ক্রিস্টিয়ানো রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন