রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

শেষের হাসি ভারত নাকি অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৯ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

হাতে রয়েছে ৭ উইকেট। ভারতের প্রয়োজন এই উইকেটের মধ্যেই ২৮০ রান পূর্ণ করা। আর অস্ট্রেলিয়ার দরকার ওই ৭টি উইকেট। তাহলেই শেষ হবে বিশ্ব টেস্ট ট্যাম্পিয়নশিপের শিরোপার লড়াই।

রোববার (১১ জুন) বিকেল সাড়ে ৩টায় ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পঞ্চম দিনে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও ভারত। জয়ের জন্য ভারতের প্রয়োজন ২৮০ রান। আর অজিদের প্রয়োজন ৭ উইকেট। তবে কোনোটিই না হলে, অর্থাৎ ম্যাচ ড্র হলে দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। 

নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৬৪ রানে চতুর্থ দিন শেষ করে ভারত। উইকেটে অপরাজিত রয়েছেন বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে। ৬০ বল থেকে ৪৪ রান করেছেন কোহলি এবং ৫৯ বলে ২০ রান করেছেন অজিঙ্কা। 

ফাইনাল এই ম্যাচের প্রথম ইনিংসে ৪৬৯ রান তুলেছিল প্যাট কামিন্সের দল। জবাবে ২৯৬ রান তুলতেই গুটিয়ে যায় ভারত। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৭০ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। তাতে ভারতের সামনে ৪৪৪ রানের লক্ষ্য দাঁড়ায়। 

আরো পড়ুন: নাদালকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি জোকোভিচের সামনে

চতুর্থ দিন পর্যন্ত ৪৪৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মার দল করে ১৬৪ রান। তাতে এখনও বাকি রয়েছে ২৮০ রান। এই রান করার জন্য ভারতের হাতে রয়েছে ৭ উইকেট ও ৯০ ওভার। তবে এর মধ্যে অস্ট্রেলিয়া সাতটি উইকেট তুলে নিতে পারলে শিরোপা উঠবে তাদের ঘরে।

চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন স্টিভেন স্মিথ (১২১ রান) ও ট্র্যাভিস হেড (১৬৩ রান)। ভারতের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। ভারতের পক্ষে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৮৯ রান করেন অজিঙ্কা রাহানে। আর সর্বোচ্চ ৩ উইকেট নেন প্যাট কামিন্স।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন