ছবি: সংগৃহীত
সিঙ্গাপুরে চলমান এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই ফুটবলে বাংলাদেশ প্রথম জয়ের প্রেরণা দিয়েছে সেখানকার বাংলাদেশি দর্শকরা। বাংলাদেশ ৬-০ গোলে তুর্কমিনিস্তানকে হারিয়েছে। প্রবাসীরাই মেয়েদের বড় প্রেরণা বলে মনে করছেন দলের খেলোয়াড়রা।
সুরভী আকন্দ প্রীতি খেলা শেষে সংবাদ সম্মেলনে গিয়ে সেকথাই জানিয়ে এলেন। সিঙ্গাপুরে থাকা বাংলাদেশিরা যেভাবে মাঠে এসে গলা ফাটিয়েছে তাতে নাকি বোঝায় যায়নি অর্পিতা, রিতা, রুমা, কানন, মিতু, পূঁজা, থুইনু মার্মা, তৃষ্ণারা দেশের বাইরে কোনো মাঠে খেলছেন। প্রীতি বলেন, ‘আমরা সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে ঢুকলাম। আর খেললাম যেন ঢাকার কমলাপুরে। স্টেডিয়ামে প্রবাসী দর্শক এসে আমাদেরকে দারুণভাবে উৎসাহ দিয়েছেন। তারা জাতীয় পতাকা এনে উড়িয়ে আমাদের মধ্যে প্রাণের সঞ্চার ঘটিয়েছেন। এক কথায় দেশের মানুষ খুব সাপোর্ট দিয়েছে।’
আগামী রোববার বাংলাদেশের ম্যাচ স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে। কঠিন লড়াই হবে। বাংলাদেশ কতটা ভালো খেলতে পারে তারই একটা পরীক্ষা হয়ে যাবে। তবে হিসাবনিকাশের ব্যাপার আছে এখানে। আজ সিঙ্গাপুর এবং তুর্কমিনিস্তানের খেলা। এই ম্যাচের রেজাল্টের ওপর রোববারের ম্যাচের সমীরকণ নির্ভর করছে। সব সমীকরণ বাদ দেওয়া যায় যদি বাংলাদেশ সিঙ্গাপুরকে হারাতে পারে। এই দলের গ্রুপ থেকে একটি দল দ্বিতীয় পর্বে উঠবে।
বুধবার রাতে খেলা শেষে বাংলার এই মেয়েরা দর্শকের সঙ্গে ছবি তোলেন। সব ফুটবলার দর্শক গ্যালারির কাছে গিয়ে তাদের সঙ্গ ছবি তোলেন। দর্শক বাংলা ভাষায় আওয়াজ তোলেন স্টেডিয়ামে। সেই শব্দ মাঠের খেলোয়াড়দের কানে গিয়েছে। যেটা নাকি কমলাপুর স্টেডিয়ামে হয় না। খেলোয়াড়দের উজ্জীবিত করার কথা জানিয়েছেন সহকারী কোচ মাহমুদা আক্তার। ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর কণ্ঠেও একই সুর।
আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (২৮ এপ্রিল ২০২৩)
তুর্কমিনিস্তানের বিপক্ষে জোড়া গোলের মালিক থুইনু মার্মা এত দর্শক দেখে বলেন, ‘আমার ভালো লেগেছে। আমরা বিদেশের মাঠে প্রথমবার খেলতে এসেছি। এসেই জয় পেয়েছি। এটা আমাদের কাছে কত বড় আনন্দের সেটা বলে বুঝাতে পারব না। আমরা একটু বেশি আনন্দ লাগছে, প্রথমবার বিদেশে এসে জোড়া গোল করেছি বলে।’
তুর্কমিনিস্তান ভালো দল হয়েও তারা বাংলাদেশের বিপক্ষে পারেনি। এর পেছনের কথা জানাতে গিয়ে কোচ গোলাম রাব্বানী ছোটন বলেছেন, ‘এই মেয়েরা অনূর্ধ্ব-১৫ সাফ খেলেছে। সেখানে ভুল থেকে শিখেছে। অনূর্ধ্ব-১৭ সাফ খেলেছে। সেখানে ভুল থেকে শিখেছে। দুই সাফ খেলে এসে সিঙ্গাপুরে ম্যাচ খেলেছে। জিতেছে এটা তারই ফসল। আমরা প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। নিজেরা কতটা ভালো খেলতে পারছি সেটা নিয়েই ভাবছি।’
এম/