ছবি: সংগৃহীত
প্রায় সাত বছর পর মঞ্চ নাটক নিয়ে অস্ট্রেলিয়া গেলেন চঞ্চল চৌধুরী সহ দেশের বেশ কয়েকজন নাট্যকর্মী। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় সিডনির মিন্টোস্থ মেজবান রেস্তোরাঁয় স্থানীয় বাংলাদেশি কমিউনিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।
গত রোববার ( ৩০ জুলাই) বঙ্গজ ফিল্মসের ব্যানারে ব্যাঙ্কসটাউন, ব্রায়ান ব্রাউন থিয়েটারে ‘দড়ির খেলা’ শো অনুষ্ঠিত হয়েছে। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন বৃন্দাবন দাস। এর আগে অভিনেতা চঞ্চল চৌধুরী তার ফেসবুকে পোস্টের মাধ্যমে জানিয়েছেন।
আরো পড়ুন:‘পরিবার ও বন্ধুদের ভালোবাসাই সবচেয়ে বড় ওষুধ’
যুদ্ধবিরোধী কাহিনি নিয়ে লেখা ‘দড়ির খেলা’ নাটকটির গল্প । চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি, দিব্য, সৌম্য ছাড়াও অস্ট্রেলিয়ার স্থানীয় কিছু শিল্পীও এতে অভিনয় করেন। নাটকে অভিনয়ের পাশাপাশি শোতে গান গেয়ে শোনান চঞ্চল চৌধুরী।
এম/