সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মাননা দিলো কুয়েত *** উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে *** র‌্যাব পরিচয়ে তুলে নেওয়ার ১৬ মাস পর বাড়ি ফিরলেন যুবক *** সকল সম্প্রদায়ের উৎসবে সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে *** অবশেষে ভারত-পাকিস্তান ম্যাচের আনুষ্ঠানিক সূচি ঘোষণা *** ঘন কুয়াশায় ঢাকা দিনাজপুর, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে *** ৯ গোলের ম্যাচে লিভারপুলের সহজ জয় *** ৭ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক *** রূপপুর বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি : যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ *** আগাম আলু চাষে ভালো লাভ, খুশি লালমনিরহাটের কৃষকরা

সুখবর পেলেন রোমান সানা, খেলবেন এশিয়াডে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৩

#

দেশসেরা আর্চার রোমান সানা। ফাইল ছবি

সতীর্থ এক আর্চারের সঙ্গে অসদাচরণের কারণে গত নভেম্বরে দুই বছরের জন্য নিষিদ্ধ হন দেশসেরা আর্চার রোমান সানা। তবে গত ৭ মার্চ শর্তসাপেক্ষে এই নিষেধাজ্ঞা তুলে নেয় বাংলাদেশ আর্চারি ফেডারেশন। 

তবে আন্তর্জাতিক আর্চারি সংস্থা ঘটনা জানতে পেরে স্বপ্রণোদিত হয়ে এতদিন তার ওপর নিষেধাজ্ঞা দিয়েই রেখেছিল, যে কারণে আর্চারি ফেডারেশন চাইলেও এ সময়ে এই আর্চার জাতীয় দলের হয়ে কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি। তবে অবশেষে সুখবর পেলেন তিনি।

চলতি মাসেই চীনের হাংজু শহরে বসবে এশিয়ান গেমসের এবারের আসর। এবারের গেমসে অন্যান্য ইভেন্টের মতোই আর্চারিতেও অংশ নেবে বাংলাদেশ। কিন্তু দলের হয়ে এশিয়ান গেমসে দেশসেরা আর্চার রোমান সানা অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা ছিলই।

তবে সুখবর দিয়েছেন এশিয়ান গেমসে বাংলাদেশ দলের সেফ দ্য মিশন একে সরকার। তিনি জানিয়েছেন, রোমান সানার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, 'রোমানের নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। সে এশিয়াডে অংশ নেবে। তার অ্যাক্রেডিটেশন কার্ডসহ সবকিছুই ঠিকঠাক মতো হয়েছে।' একই কথা জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজাও।

২৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে ১৯তম এশিয়ান গেমস। সে গেমস সামনে রেখে রোববার (১০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন আয়োজন করেছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। বিওএ ভবনে এই সংবাদ সম্মেলনেই রোমানের নিষেধাজ্ঞা থেকে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনোই সংবাদমাধ্যমে কোনো মন্তব্য করতে আর্চারি ফেডারেশনকে নিষেধ করেছে আন্তর্জাতিক আর্চারি ফেডারেশন। তাই আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বাংলাদেশের আর্চারির সর্বোচ্চ সংস্থাটি।

আর্চারিতে বাংলাদেশের সবচেয়ে বড় দুটি অর্জনেই জড়িয়ে রোমান সানার নাম। ২০১৯ সালে নেদারল্যান্ডসে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতে প্রথম বাংলাদেশি হিসেবে অলিম্পিকে সরাসরি টিকেট পেয়েছিলেন। বিশ্ব আর্চারিতে এটিই বাংলাদেশের একমাত্র পদক। এরপর ২০২১ সালে সুইজারল্যান্ডে বিশ্বকাপ আর্চারিতে দিয়া সিদ্দিকীর সঙ্গে জুটি বেঁধে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে রূপা জিতে ইতিহাস গড়েন। পরবর্তীতে এ বছরই তারা বাস্তব জীবনে জুটি গড়তে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এসকে/ 

সুখবর নিষেধাজ্ঞা রোমান সানা আর্চারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন