শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

হে আল্লাহ, তুমি আমার মানুষটাকে আমারই রাইখো

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩

#

জীবনানন্দ,

আমার প্রতিটি মুহূর্তে তোর কথা মনে পড়ে। তোকে অনেক বেশি মিস করি। তোর কথা মনে পড়লেই একটু করে চোখ ভিজে যায়। আর যতবার মনে পড়ে, ততবার আল্লাহর কাছে এই দোয়াটাই করি-

“আল্লাহ তুমি আমার মানুষটাকে আমারই রাইখো।

দূরত্বটা হয়তো ২৪০ কি.মি.। একটা সময়ের পর এক মিলি মিটারের দূরত্বটুকুও যেন না থাকে। তোমার কাছে আমার মানুষটাকে হেফাজতে রেখে আসছি। তার জীবনে তার পরিশ্রমের বিনিময়ে তাকে এত এত সফলতা দেও যেন সে খুশি হয়ে যায়। আর আমার মানুষটাকে আমারই রেখে দেও। আমি তার জন্য নিজেকে অনেক যত্ন করে রাখবো।

তুমি দেখে রেখো আমার মানুষটাকে। আল্লাহ, তোমার নির্দেশেই আমি তাকে ভালোবেসেছি।”

ভালোবাসিরে তোকে, ভালোবাসি।

-- ইতি 

তোর বনলতা

আরও পড়ুন : তুমি কি হিমুর রূপা হবে? জোছনার আলোয় তোমায় গল্প শোনাবো

এস/ আই. কে. জে/ 

আমার মানুষ ভালোবাসি

খবরটি শেয়ার করুন