শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পরিস্থিতি অত্যন্ত সংকটময়, যে করেই হোক ১২ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়’ *** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর

১০০ বছর বয়সেও কাজ করে চলেছেন যে সৌন্দর্য বিশেষজ্ঞ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

বিশ্বের প্রবীণতম সৌন্দর্য বিশেষজ্ঞ তোমোকো হোরিনোর বয়স ১০০ বছর। তবে বয়স তাকে কাবু করতে পারেনি, এখনও কাজ করে চলেছেন। কীভাবে তারুণ্যময় জীবনধারা এবং ত্বক ধরে রাখা যায় সে বিষয়ে পরামর্শ দিচ্ছেন ক্লায়েন্টদের।

তোমোকো হোরিনো ক্লায়েন্টদের যেমন ত্বকের তারুণ্য ধরে রাখার কৌশল বিষয়ে পরামর্শ দেন, তেমনি নিজের সৌন্দর্য ধরে রাখারও চেষ্টা আছে তার। বলিরেখাকে দূরে রাখার জন্য হোরিনোর নিজস্ব একটি রুটিন রয়েছে। সেই রুটিন কঠোরভাবেই মেনে চলেন তিনি।

আরো পড়ুন : যত দৌড়াবেন, তত বোনাস পাবেন!

প্রতিদিনই মেক-আপ করে থাকেন এই প্রবীণ রূপ বিশেষজ্ঞ। গোসল করেন রাতে। গোসলের সময় হট টাবে গা ভেজান। পরপর ২০ বার পানি  ছিটিয়ে মুখ পরিষ্কার করেন। এরপর লোশন, দুই ধরনের রিঙ্কেল ফিলার, বিউটি সিরাম, মিল্কি লোশন এবং ক্রিম ব্যবহার করেন।


এখনও ক্লায়েন্টদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন তিনি। তবে এত পরিশ্রম সত্ত্বেও একের পর এক ক্লায়েন্ট হারাচ্ছেন। কারণ তার ক্লায়েন্টরাও বয়স্ক। তাদের অনেকেই ৮০ বছর বয়সের কাছাকাছি বয়সে মৃত্যুবরণ করেছেন।

তবে তোমোকো হোরিনো বলেন, 'যতদিন আমার জীবন আছে ততদিন আমি কাজ চালিয়ে যাব।'

কারণ হিসেবে উল্লেখ করেন, এখনও মানুষকে সুন্দর ও আনন্দিত হতে সাহায্য করার তাগিদ অনুভব করেন তিনি।

সূএ : এএফপি

এস/ আই. কে. জে/ 



১০০ বছর সৌন্দর্য বিশেষজ্ঞ তোমোকো হোরিনো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250