ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৭ বছর পর ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ হারলো ভারত। গতকাল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সাথে টি-২০ ম্যাচে ৮ উইকেটে শোচনীয় পরাজয় বরণ করে তারা।
ফ্লোরিডায় আয়োজিত এই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ১৬৬ রানের টার্গেট দিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ ১৮ ওভারে ২ উইকেট হারিয়েই তা সহজে হাসিল করে নেয়। ম্যাচটি বৃষ্টির কারণে বেশ কয়েকবার স্থগিত রাখা হয়েছিল। ১৭ বছর পর
রোভম্যান পাওয়েলের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল পাঁচ ম্যাচের এই টি-২০ সিরিজ যে ভারতকে ৩-২ ব্যবধানে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছ।
প্রথম দিকে উইন্ডিজের শুরুটা বেশ খারাপই হয়েছিল। আর্শদীপ সিংয়ের বলে দ্বিতীয় ওভারেই ফিরে যান কাইল মেয়ার্স (১০)। এরপর ব্রেন্ডন কিং এব নিকোলাস পুরান ভারতের ইনিংস সামলান। তাঁদের মধ্যে দ্বিতীয় উইকেটে ১০৭ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। পুরান ৩৫ বলে ৪৭ রান করেছেন। ১৪ ওভারে তিলক বর্মা তাঁকে আউট করে দেন।
এরপর কিং ও শাই হোপের মধ্যে ৫২ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। কিং ৫৫ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে হোপ ১৩ বলে ২২ রানে অপরাজিত থাকেন।
ভারত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান করেছে। সূর্যকুমার যাদব ৪৫ বলে ৬১ রান করেছিলেন। তিলক বর্মা ১৮ বলে ২৭ রান করেন। এই দুই ব্যাটার ছাড়া আর কোনও ভারতীয় ক্রিকেটার ১৫ রানের গণ্ডি টপকাতে পারেননি। টস জিতে ভারতীয় দল ব্যাট করতে নামলেও শুরুটা তাদের একেবারেই যাচ্ছিল।
যশস্বী জয়সওয়াল (৫) এবং শুভমান গিল (৯) তিন ওভারের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে যান। সূর্য এবং তিলক বর্মা তৃতীয় উইকেটে ৪৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এবং ভারত ৬০ রানের চৌকাঠ অতিক্রম করে। অষ্টম ওভারে আউট হয়ে যান তিলক বর্মা।
উল্লেখ্য, এই সিরিজের প্রথম দুটি ম্যাচে ভারত হেরে গেলেও তারপর দুর্দান্ত কামব্যাক করেছিল। শনিবার চতুর্থ টি-২০ ম্যাচে ভারত ৯ উইকেটে জয়লাভও করে। কিন্তু, ভারতের পঞ্চম ম্যাচটা হেরে গিয়ে হাতছাড়া হয়ে গেল সিরিজ।
আর.এইচ
খবরটি শেয়ার করুন