শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ *** হিজাব নিষিদ্ধে পর্তুগালের পার্লামেন্টে বিল পাস *** ‘জুলাই যোদ্ধা’ নামে ফ্যাসিস্ট বাহিনী বিশৃঙ্খলা করেছে: সালাহউদ্দিন *** শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক *** ৯ নম্বর, সহজেই সমাধান করা যাবে: পাকিস্তান-আফগান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প *** ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা *** ত্রিপুরায় পিটুনিতে নিহত তিন বাংলাদেশিকে ‘চোরাকারবারি’ বলল ভারত *** জাতীয়ভাবে লালন উৎসব উদযাপন অব্যাহত থাকবে: মোস্তফা সরয়ার ফারুকী

জানিয়েছে এএফপি

২০২৪ কোপা আমেরিকা থেকে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

গুঞ্জনটাই অবশেষে সত্যি হলো। ২০২৪ কোপা আমেরিকা থেকে ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) এক সূত্র এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপিকে। তার আগ পর্যন্ত ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন ফার্নান্দো দিনিজ। ফ্লুমিন্সের এই কোচকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে সিবিএফ।

এএফপি জানিয়েছে, রিয়াল মাদ্রিদের কোচ আনচেলত্তি ২০২৪ সালে তাঁর বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করবেন। এরপর সে বছরের জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকা থেকে ব্রাজিলের দায়িত্ব নেবেন। প্রায় ৬০ বছরের মধ্যে ব্রাজিলের প্রথম বিদেশি কোচ হবেন আনচেলত্তি। ব্রাজিলের সর্বশেষ বিদেশি কোচ ছিলেন আর্জেন্টিনার ফিলিপো নুনেজ। ১৯৬৫ সালে এক ম্যাচের জন্য ব্রাজিল কোচের দায়িত্বে ছিলেন এই নুনেজ।

গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে ব্রাজিলের বিদায়ের পর কোচের দায়িত্ব ছেড়েছিলেন তিতে। এরপর র্যামন মেনেজেসের কাঁধে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল। মেনেজেসের পর দিনেজকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া প্রসঙ্গে ভিডিওবার্তায় সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজ বলেছেন, ‘ফার্নান্দো দিনিজ এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। আমি নিশ্চিত তিনি দক্ষতার সঙ্গেই এই দায়িত্ব পালন করবেন, যা তিনি করে এসেছেন নিজের পেশাদার ক্যারিয়ারে।’

বল দখলে রেখে খেলাতে পছন্দ করেন দিনিজ। ‘তিকিতাকা’ স্টাইল পছন্দ করার কারণে ব্রাজিলের ঘরোয়া ফুটবলে ৪৯ বছর বয়সী এই কোচকে বলা হয় ‘ব্রাজিলিয়ান গার্দিওলা।’ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পাওয়ার পর দিনেজ বলেছেন, ‘জাতীয় দলের দায়িত্ব পালন করা আমার কাছে স্বপ্নের মতো, খুবই সম্মানের ও গর্বের ব্যাপার।’ সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব থেকে দিনেজের চুক্তির মেয়াদ শুরু হবে।

আরো পড়ুন: সাফের সেরা গোলরক্ষক বাংলাদেশের জিকো

যুক্তরাষ্ট্রে আগামী বছর কোপা আমেরিকা শুরু হবে ২০ জুন থেকে। রিয়ালে আনচেলত্তির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের ৩০ জুন। তবে সে বছর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ১ জুন। এদিকে দিনিজ ফ্লুমিন্সের কোচের দায়িত্বে থাকার পাশাপাশি ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বও পালন করবেন।

এম/  


ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250