ছবি: সংগৃহীত
গতকালের রানের সঙ্গে মাত্র ২০ রান যোগ করতেই আজ শেষ পাঁচ ব্যাটারকে হারায় বাংলাদেশ। বড় রানের স্বপ্ন ব্যাটাররা ধূলিসাৎ করলেও আশার পালে হাওয়া দিয়েছেন স্বাগতিক বোলাররা। ১১ ওভারের মধ্যেই আফগানিস্তানের তিন টপ অর্ডার ব্যাটারকে ফিরিয়ে স্বস্তি নিয়েই লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ।
১০ ওভার ৪ বল খেলে ৩ উইকেট হারিয়ে ৩৫ রান তুলেছে আফগানিস্তান। ২ রান নিয়ে উইকেটে আছেন হাশমতউল্লাহ শাহিদি। এখনও ৭ উইকেট হাতে নিয়ে প্রথম ইনিংসে ৩৪৭ রানে পিছিয়ে আছে সফরকারীরা।
তবে স্কোরের চেহারা হতে পারত ভিন্ন রকম, আফগানিস্তানের দুর্দশা বাড়তে পারত আরও। ক্যাচ পড়েছে, ৫০-৫০ সুযোগ গেছে বাংলাদেশের বিপক্ষে, রান আউটের সুযোগ এলেও কাজে লাগেনি। ৩ উইকেট নিয়ে মধ্যাহ্নবিরতিতে যাওয়া আফগানিস্তান নিজেদের সৌভাগ্যবান ভাবতেই পারে।
আরো পড়ুন: মডরিচে চড়ে ফাইনালে ক্রোয়েশিয়া
এর আগে দ্বিতীয় দিন সকালে ২০ রানেই শেষ ৫ উইকেট হারিয়ে ৩৮২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। গতকালের ব্যাটিংয়ের পর আরও বড় স্কোরের আশা করা হলেও স্বাগতিকেরা থামে আগেভাগেই।
এ উইকেটে পেসারদের জন্য সহায়তা আছে, এখন বলতেই হবে। দ্বিতীয় নতুন বলে আফগান পেসাররা সফল হয়েছেন, এরপর তো বাংলাদেশ পেসাররাও হলেন। তবে আরও সব উইকেটের মতো লাইন-লেংথ এখানে মূল ব্যাপার, সেটিই আজ ঠিক করতে পেরেছেন দুই দলের পেসাররা।
এম/