শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহউদ্দিন আহমদ *** ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া: পুতিন *** আড়াই ঘন্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী ডেইজি *** ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি *** খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার *** প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা মাহফুজ আনামের *** প্রসাধনী শিল্পে ব্যবহৃত তেলের জন্য হাঙর শিকার, বিলুপ্তি ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ *** শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা *** ‘তারেক রহমান যাকে ইচ্ছা তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন’ *** শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

৫০ মিটারে ৭২ বছরের ইতিহাস

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

চীনের হ্যাংঝু এশিয়ান গেমস দিয়ে নিজেদের কৃষ্ট-কালচার থেকে শুরু করে প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত আকর্ষনীয় সব জায়গাগুলোর সঙ্গে অতিথিদের পরিচিত করার প্রচেষ্টা গেমসের আয়োজকদের। প্রযুক্তির ছোঁয়াতে সবকিছুই তুলে ধরছেন তারা।

এশিয়ার ৪৫টি দেশের গেমস হলেও ইউরোপের অনেক সাংবাদিকও টুর্নামেন্ট কাভার করতে এসেছেন। পঞ্চাশটিরও বেশি দেশের সাংবাদিকদের পদচারণায় প্রধান প্রেস সেন্টার সব সময়ই মুখরিত।

বৃহস্পতিবার (২৮ সেপ্চটম্বর) রাতে হঠাৎ প্রেস সেন্টারের ওয়ার্কিং জোনের সামনে জটলা। কেউ সেলফি তুলছেন, কেউ ঘুরে ঘুরে ভিডিও করছেন। সেখানে ৭২ বছরের ইতিহাসকে এক ফ্রেমে আটকানোর চেষ্টা সবার।

১৯৫১ সাল থেকে শুরু হয়েছে এশিয়ান গেমস। প্রথম এশিয়াড থেকে হাংজু গেমসের মশাল বেশ সারিবদ্ধভাবে সাজানো। মাত্র ৩০-৫০ মিটারের মধ্যে ৭২ বছরের গেমসের ইতিহাসকে তুলে ধরেছে আয়োজকরা।

চলতি হাংজু গেমসের মশালকে রাখা হয়েছে মাঝে। বিগত ১৮ গেমসের মশাল চার দিকে ক্রমান্বয়ে সাজানো। প্রতিটি মশাল প্রতি গেমসের লোগো সম্বলিত বোর্ডের ওপর বসানো হয়েছে। কয়েক মিটারের মধ্যে রয়েছে গেমসের আদ্যোপান্ত।

আরো পড়ুন : সাকিবের পরিবর্তে বাংলাদেশের অধিনায়ক মিরাজ

প্রতিটি গেমসের মশালে রয়েছে স্বাতন্ত্র্যতা। ৭২ বছর আগের হলেও প্রথম গেমসের মশালটি এখনো বেশ সজীব ও যুগোপযোগী মনে হয়। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া বেশ সুন্দর করে সংরক্ষণ করেছে মশালগুলো।

গেমসের ১৯ আসরের মধ্যে প্রথম ও বর্তমান আসরটিই হচ্ছে বিজোড় সালে। হাংজু গেমস করোনার জন্য এক বছর পেছালেও আনুষ্ঠানিকভাবে গেমসের সাল ২০২২৷ ১৯৫১ সালে দিল্লি এশিয়াডের পরের গেমস হয়েছিল তিন বছর পর। এরপর সকল আসরই হয়েছে চার বছর পর পর । করোনায় এবার ব্যবধান বেড়ে পাঁচ হয়েছে।

এসকে/


চীন ইউরোপ এশিয়ান গেমস ৪৫টি দেশের গেমস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250