৬০০ মিটার উঁচু পাহাড় থেকে নিচে পড়েও অক্ষত আছেন নিউজিল্যান্ডের এক পর্বতারোহী। হাত-পায়ে হালকা ব্যথা পেয়েছেন কেবল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়, নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের তারানাকি পাহাড় থেকে পড়ে গিয়েছিলেন ওই পর্বতারোহী। তবে নিচে বরফ থাকায় এবং ওই বরফ বেশি শক্ত না হওয়ায় বেঁচে যান তিনি। ভাগ্য ভালো বলেই তিনি বেঁচে যান।
তারানাকি পাহাড়টি বিশ্বের অন্যতম সুউচ্চ ভবন সৌদি আরবের মক্কা ক্লক টাওয়ারের সমান উঁচু। শারদ ইন লন্ডনের দ্বিগুন লম্বা এটি।
ওই আরোহী একটি দলের সঙ্গে পাহাড়ে আরোহন করছিলেন। এর মধ্যেই শনিবার (৯ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করার পর পুলিশ জানায়, ওই আরোহী পড়ে যাওয়ার পর বাকিরা তাঁকে খুঁজতে শুরু করেন। পরে তাঁকে অক্ষত পাওয়া যায়।
নিউজিল্যান্ডের মাউন্টেইন সেফটি কাউন্সিল বলছে, তারানাকি পাহাড়টি দেশটির ভয়ংকর পাহাড়গুলোর একটি। ২০২১ সালে এই পাহাড় থেকে নিচে পড়ে দুজন মারা যায়। একই উচ্চতা থেকে পড়ে যান ওই আরোহী। তবে ভাগ্য ভালো হওয়ায় তিনি বেঁচে গেছেন।
ওআ/
খবরটি শেয়ার করুন