শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

৭ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশায় প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। 

রোববার (২৪শে ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ভোর ৩টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ নদীতে ছয়টি ফেরি আটকা পড়ে।

ফেরি চালু হওয়ার বিষয়টি জানিয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব‍্যবস্থাপক আলীম দাইয়্যান বলেন, মধ্যরাতের পর পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। সেজন্য দুর্ঘটনা এড়াতে ভোট ৪টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকে। কুয়াশা কেটে গেলে ১১টার আগে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

আরো পড়ুন: স্বাভাবিক হচ্ছে আকাশপথ, বাড়ছে যাত্রীর চাপ

ফেরি বন্ধ হওয়ার পর দুই ঘাটে আটকা পড়ে বহু যানবাহন। এরমধ্যে যাত্রীবাহী বাস ও পণ্যবোঝাই ট্রাকসহ ছোট বড় বিভিন্ন যানবাহন রয়েছে। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। ফেরি চলাচল শুরুর পর এসব যান আস্তে আস্তে নদী পার হচ্ছে।

এসকে/ 

পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল শুরু

খবরটি শেয়ার করুন