শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জেলের জালে ২০ কেজির কোরাল, দাম ২২ হাজার টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১১ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

নোয়াখালীর কোম্পনীগঞ্জের মুছাপুর এলাকায় বৃহস্পতিবার ভোরে নদীর মোহনায় নেয়ামত উল্যাহর জালে ধরা পড়ে ২০ কেজির কোরাল মাছ। ফেনীর সোনাগাজীর পৌর বাজারে মাছটি বিক্রির জন্য আনা হলে সেখানে উৎসুক জনতার ভিড় জমে। মাছটি বিক্রির জন্য প্রতি কেজি ১১০০ টাকা দরে ২২ হাজার টাকায় এক ব্যবসায়ী মাছটি বিক্রয়ের জন্য কিনে নেন। 

আরো পড়ুন : বেশি দামে মাংস বিক্রি, ৮ হাজার টাকা জরিমানা

মাছ ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, মাছটি কিনে ব্যবসা কি করবো জানি না। তবে যে আনন্দ উপভোগ করছি, সেটার মূল্য হয় না।

সোনাগাজী উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, ‘সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় জেলেরা উপকৃত হচ্ছেন। ফলে নদী ও সাগরে টানা ও বসানো জালে এখন বিভিন্ন প্রজাতির প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ছে। সামনে আরও বড় বড় মাছ ধরা পড়বে।’

এস/


কোরাল ফেনী নদী ২০ কেজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন