বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত *** শিক্ষকের বিকল্প হবে চ্যাটজিপিটি *** শক্তি ও মালিকানা যার হাতে, তাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: মির্জা ফখরুল *** পিআর পদ্ধতিতে হবে ১০০ সংসদীয় আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত *** কিছু দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা *** গোপালগঞ্জে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি: সেনাসদর

অপু বিশ্বাস আমাকে ব্যবহার করেছে : ফারজানা মুন্নী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

কৌশিক হাসান তাপসের স্ত্রী ফারজানা আরমান মুন্নী দাবি করেছেন, শাকিবের সঙ্গে নিজের সম্পর্ক ঠিক করতে ঢালিউড নায়িকা অপু বিশ্বাস তাকে ব্যবহার করেছেন। বুধবার (১৩ই ডিসেম্বর) একটি গণমাধ্যমে সরাসরি কথা বলেন তিনি।

৪ঠা নভেম্বর সকালে স্বামী কৌশিক হাসান তাপসের সঙ্গে বুবলীর গোপন প্রেমের খবর জানিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে। তবে ১৪ মিনিট পরই সেই পোস্ট মুছে ফেলেন তিনি। সে সময় মুন্নী জানিয়েছিলেন, তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে।

তবে এ ঘটনার একমাস পরে বুধবার (১৩ই ডিসেম্বর) একটি গণমাধ্যমে সরাসরি কথা বলেন মুন্নী। তিনি বলেন, তার ফেসবুক আইডি হ্যাকড হয়নি। নিজের ইচ্ছায় ওই ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন তিনি।

শাহরিয়ার নাজিম জয়ের অনুষ্ঠানে তাপস-বুবলীর প্রেমের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে মুন্নী বলেন, ‘প্রতিটা মানুষের ভেতর একটা শিশু বাস করে। আর কখনো কখনো ওই শিশুটা শিশুসুলভ কাজ করে ফেলে। আমার সাথে তাপসের বিয়ের ১২ বছর। কিন্তু আমাদের ১৫ বছরের সম্পর্ক। এই ১৫ বছরে একটা ভুল মানুষ করতেই পারে।’

তিনি বলেন, সমস্যার শুরু হয় ‘খেলা হবে’ সিনেমাটি নির্মাণের ঘোষণার পর থেকেই। চারপাশ থেকে আমাকে বুবলী সম্পর্কে নেগেটিভ একটা ভাইব দেয়া শুরু করল। কেননা এই সিনেমাতে চুক্তিবদ্ধ হন বুবলী।

বুবলী সম্পর্কে আমি এতো নেগেটিভ কথা শুনেছি যে, আমি সহজেই কনফিউসড হয়ে গেছি। অন্যদিকে বুবলী ‘খেলা হবে’ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ায় নিয়মিত গানবাংলায় আসা শুরু করল। আর তখনই সবার কথায় প্রভাবিত হয়ে ওকে একটু সন্দেহ করেছিলাম।

একদিন তাপস-বুবলী স্ক্রিপ্ট পড়ছিল, তখন হিট অব দ্য মোমেন্টে আমি একটা ভুল করে ফেলেছি। সেই ভুলটা হচ্ছে, একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। সেটা ১৪ মিনিট ছিল। তারপর আমি বুঝতে পারলাম, আমার মতো মানুষের এ ধরনের কাজ করাটা ঠিক হয় নাই। পরে আমি নিজেই হ্যাকড হওয়ার কথা জানিয়েছিলাম। তারপরও আমি মেন্টালি ডিস্টার্ব ছিলাম।

 এদিকে ওই ঘটনার পর অপু বিশ্বাসের সঙ্গে মুন্নীর একটি কল রেকর্ড ফাঁস হয়। যেটি এডিটেড ছিল বলে দাবি করেছেন মুন্নী। অর্থাৎ সেটিতে কেবল মুন্নীর কথাগুলোই ছিল, অপু বিশ্বাসের কথা কেটে দেয়া হয়েছিল।

 এ প্রসঙ্গে মুন্নী বলেন, ‘স্ট্যাটাস নামানোর পরে রাত ৩টা, সাড়ে ৩টার দিকে অপু বিশ্বাসের কল আসে আমার কাছে। সেদিন আমি একটু ডিস্টার্ব ছিলাম। আমি ফোনটা ধরেছি। ও আমাকে সালাম দিলো। তারপর বলল, আমি তো এ রকম একটা জিনিস দেখেছি। তখন বুবলী তার লাইফে কী কী করেছে—সেটা বলল আমাকে। ওদের সম্পর্কে এত ডিটেইল জানতাম না।

আমি মেন্টালি ডিস্টার্ব হওয়ায় ওই মোমেন্টটাকে সুন্দরভাবে এনক্যাশ করেছে। মানে ও আমাকে রাইট মোমেন্টে রাইট কোয়েশ্চেনগুলো করেছে। আমিও উত্তর দিয়েছি। তুমি দেখেছ (উপস্থাপককে) কল রেকর্ডটা এডিটেড। ও আমাকে যে কথাগুলো বলেছে, আমি সেটার উত্তর দিয়েছি। আমি এটা কখনও বুঝতে পারিনি যে, অপু এটা রেকর্ড করবে। মেয়েরা মেয়েদের সাথে তো অনেক কথাই বলতে পারে।’

 মুন্নীর কথায়,

পাখি নিজের ডানা দিয়ে উড়ে। কিন্তু বসার সময় একটি ডালে বসে। পাখির যদি ডানা না থাকত, তাহলে উড়ত কীভাবে? আমি জিনিসটা খুব অপছন্দ করলাম। বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকার কারণ হলো, ভেবেছিলাম এটা কোনো বড় ইস্যু নয়। আমাকে ডাল বানিয়ে তাদের (শাকিব খান ও অপু বিশ্বাস) সম্পর্ক ঠিক করতে চেয়েছে।

 আরো পড়ুন: যে কারণে আইনি বিপাকে বলিউডের তিন তারকা

তিনি আরও যোগ করেন, ‘কাউকে ব্যবহার করে কোনো সম্পর্ক ঠিক করা যায় না। ঠিক করা গেলে বেশি দিন স্থায়ী হয় না। যোগ্যতা থাকলেই কেবল সম্পর্কটা স্থায়ী হয়।

অন্যদিকে বুধবার (১৩ই ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৬ মিনিটে নিজের ফেসবুকে একটি পোস্ট করেন অপু বিশ্বাস। তিনি তার পোস্টে তিনটি পয়েন্ট লেখেন। প্রথম পয়েন্টে লেখেন, মানুষ হয়ে খুব বিপদে আছি চারপাশে সব ফেরেশতা! দ্বিতীয় পয়েন্ট এতোদিন আমার আবেগ কাজ করছে বিবেক কাজ করেনি এবং তিন নম্বর পয়েন্ট স্ক্রিপ্ট অনেক দুর্বল।

এসি/ আই.কে.জে/

অপু ফারজানা মুন্নী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন