ছবি-সংগৃহীত
সাম্প্রতিক সময়ে দুই বাংলার অত্যন্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়। একটি ভিডিওতে দেখা যাচ্ছে পৌষালী গাইছেন 'আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি গানটি'। তবে তিনি যেখানে বসে গানটা গাইছেন, সেটা থানা। হ্য়াঁ, থানায় পুলিশের সামনে বসেই গানটি গাইছিলেন পৌষালী। তাকে যারা ঘিরে রয়েছেন, তারা সকলেই পুলিশ।
পৌষালী বন্দ্যোপাধ্যায় নিজেই সেই ভিডিও পোস্ট করে লিখেছেন, 'থানায় ধরে নিয়ে গিয়েছিল..গানটা শোনার পর ছেড়ে দিল।' এদিকে পৌষালীর পোস্ট করা সেই ভিডিও এর নিচে কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
একজন লিখেছেন, ‘অসাধারণ দিদি। আপনি নিজেকে সহজ ভাবেন বলেই আজ আপনি সকলের কাছে জনপ্রিয় অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।’
কেউ লিখেছেন, 'অসাধারণ সুন্দর', কারোর মন্তব্য, ‘খালি গলায় এত সুন্দর গাইলো!’ দুর্গাপুরের এক বাসিন্দা লিখেছেন, ‘দুর্গাপুর উৎসবে দেখা হবে, আমি আপনার গান খুব পছন্দ করি, লাভ ইউ দিদি’।
কারোর কথায়, ‘দিদি তুমি গানটা এত ভালো গেয়েছ মনে হচ্ছে বারবার শুনি খুব ভালো থেকো’ কেউ আবার প্রশ্ন করেছেন, ‘কিন্তু থানায় ধরে নিয়ে গিয়েছিল কেন?’
আরো পড়ুন: এবার ভারতের জাতীয় ক্রাশের তকমা পেলেন এই নায়িকা
এ বিষয়ে পৌষালী জানান, ‘মালদহর এস আই মেনক তার গানের অন্ধ ভক্ত, আমি মালদহর যেখানেই অনুষ্ঠান করতে যাই না কেন, কাজের ফাঁকে উনি ঠিক আমার সঙ্গে দেখা করে আসেন। এবারও মালদহের গাজোলে অনুষ্ঠান করতে গিয়েছিলাম, কিন্তু বৃষ্টির কারণে অনুষ্ঠান করা সম্ভব হয়নি।
তবে সেখানেও গিয়েছিলেন এস আই । তিনি বলেন, থানায় অনেকেই নাকি আমার গান বেশ পছন্দ করেন।’
পৌষালীর কথায়, ‘তাই এই অপরাধেই আমায় থানায় যেতে হল। থানায় গিয়ে মন খুলে গান গাইলাম আমি, সকলে বসে আমার গান শুনল। এটা আমার একটা অন্যরকম অভিজ্ঞতা।’
প্রসঙ্গত, পৌষালী জানান, এই মুহূর্তে নিজের অ্যালবাম নিয়ে ব্যস্ত। আগামী বছর মুক্তি পাবে তার সেই নতুন অ্যালবাম।
এসি/ আই.কে.জে/