মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আত্মিক শান্তির জন্য হিমালয় জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন বিদ্যুৎ জামওয়াল!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩০ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

অতীতে কখনও মাইনাস তাপমাত্রায় বরফের পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে অবাক করেছেন। কখনও আবার বিস্ময়কর শারীরিক কসরতে মুগ্ধতা ছড়িয়েছেন। এবার হিমালয় জঙ্গলে বিবস্ত্র হয়ে ঘুরে বেড়াচ্ছেন বিদ্যুৎ জামওয়াল। তিনি সময় পেলে নিজেকে সপে দেন প্রকৃতির কাছে, যা রীতিমতো চমকে দেয় অনুরাগীদের। এবারও তার ব্যতিক্রম হয়নি।

সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশ করেছেন বিদ্যুৎ। সেগুলোর একটিতে নগ্ন হয়ে কাঠ জ্বালিয়ে জঙ্গলের মধ্যে রান্না করতে দেখা যাচ্ছে। আরেকটিতে পাহাড়ি নদীতে একই অবস্থায় নেমে গোসল করছেন। অন্য একটি ছবিতে নদীর পানিতে পা ডুবিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে।

প্রকৃতি ভালোবাসেন বিদ্যুৎ জামওয়াল। তাই তো গেল প্রায় দেড় দশক আত্মিক শান্তির জন্য লোকালয় ছেড়ে নির্জনে চলে যান। প্রকাশিত ছবির ক্যাপশনে তেমনটাই জানালেন এ অভিনেতা।

বিদ্যুৎ লিখেছেন, ‘ফিরে গেলাম হিমালয়ের কোলে, ঈশ্বরের বাসস্থান। আমি এই কাজটা ১৪ বছর আগে শুরু করেছিলাম। আমি বুঝে ওঠার আগেই এটা আমার জীবনের অঙ্গ হয়ে উঠল। প্রতি বছর ৭-১০ দিন আমি একা গিয়ে এখানে কাটিয়ে আসি।'

আরো পড়ুন: এবার ইমরানের চুমু নিয়ে বোমা ফাটালেন তনুশ্রী

তিনি আরও লেখেন, ‘বিলাসবহুল জীবন থেকে জঙ্গলে আসলে আমি আমার একাকিত্বকে উপভোগ করি। বুঝি আমি কে, আর আমি কে নই! প্রকৃতির এই বিলাসবহুল জায়গায় নিজেকে খুঁজে পাই আমি। আমি আমার কমফোর্ট জোনের বাইরেই সব থেকে ভালো থাকি।’

ছবি প্রকাশের পর নেটমাধ্যমে হইচই পড়ে গেছে। নেতিবাচক মন্তব্য করছেন অনেকেই। বেশিরভাগেরই প্রশ্ন, একা জঙ্গলে গেলে তাকে ছবি তুলে দিয়েছেন কে? এর উত্তরে অভিনেতা জানালেন, মোহর সিং নামের স্থানীয় এক রাখালের সহযোগিতায় ছবিগুলো তুলেছেন তিনি।

বিদ্যুতে শেষ মুক্তিপ্রাপ্ত ছবি হলো ‘আইবি-৭১’। চলতি বছর ১২ই মে মুক্তি পায় এটি। যদিও বক্স অফিসে সফল হয়নি। আগামী বছর মুক্তি পাবে ‘ক্র্যাক’ নামের সিনেমা। এতে তার সঙ্গে আছেন নোরা ফাতেহি ও অর্জুন রামপাল।

এসি/ আই.কে.জে/


বিদ্যুৎ জামওয়াল!

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন