সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনে সিইসির আশ্বাস *** তিন দলের তিন মত, ফেব্রুয়ারিতেই ভোট করতে অনড় সরকার *** চীন সফর শেষে দেশে ফিরলেন এনসিপির নেতারা *** মুক্তিযুদ্ধের মূলনীতিকে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ *** কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক: প্রধান উপদেষ্টা *** জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে আলোচনা হয়নি: বিএনপি *** ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ *** ট্রাম্পের শুল্কের যে প্রভাব পশ্চিমবঙ্গের ১৫ হাজার গার্মেন্টসে *** বিস্ফোরণ-গুলি-ড্রোনের শব্দকে শ্রুতিমধুর সংগীতে রূপান্তর করছেন গাজার শিল্পী *** অশান্ত বিশ্বে সি–মোদির বন্ধুত্বের বার্তা

টরন্টো চলচ্চিত্র উৎসবে ‘আলী’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫০তম আসরে জায়গা করে নিয়েছে আদনান আল রাজীবের ‘আলী’। সোশ্যাল মিডিয়ায় নির্মাতা জানান, টরন্টো উৎসবের শর্টকাটস কমপিটিশন বিভাগে জায়গা পেয়েছে স্বল্পদৈর্ঘ্য এই সিনেমা।

ফেসবুকে আদনান আল রাজীব লেখেন, ‘আলী সিনেমার আরেকটি মাইলফলক! কানে সম্মানজনক স্বীকৃতি পাওয়া, মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর এবার উত্তর আমেরিকায় এক অসাধারণ যাত্রা শুরু। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) এই ৫০তম আসরে অংশ হতে পারাটা আমাদের জন্য বিশাল এক অর্জন।’

আগামী ৫ই সেপ্টেম্বর উৎসবের ৫০তম আসরের পর্দা উঠবে, শেষ হবে ১৪ই সেপ্টেম্বর। আদনান আল রাজীব জানান, আগামী ৫ই সেপ্টেম্বর টরন্টোর উদ্দেশে রওনা দেবেন তারা। নির্মাতার সঙ্গে যাবেন সিনেমার নির্বাহী প্রযোজক হাবিবুর রহমান, চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু ও শিল্প নির্দেশক শিহাব নূরুন নবী।

এদিকে, অস্ট্রেলিয়ায় চলমান ৭৮তম মেলবোর্ন চলচ্চিত্র উৎসবেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে আলী। ৮ই আগস্ট এই উৎসবে প্রদর্শিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি। ১৮ই আগস্ট রয়েছে আরেকটি প্রদর্শনী। এর আগে গত মে মাসে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় আলীর। ওই উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্পেশাল মেনশন পুরস্কার পায় সিনেমাটি; যা কান উৎসবে বাংলাদেশের প্রথম কোনো পুরস্কার।

১৫ মিনিট দৈর্ঘ্যের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’র গল্প এক কিশোরকে কেন্দ্র করে। বাংলাদেশের উপকূলীয় একটি শহরে বসবাস করে সে, যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। কিন্তু আলী নারীকণ্ঠে গাইতে পারে! শহরে পাড়ি জমানোর সুযোগ পেতে গানের প্রতিযোগিতায় নাম লেখায় আলী। আলী চরিত্রে অভিনয় করেছেন আল আমিন।

জে.এস/

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন