সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনে সিইসির আশ্বাস *** তিন দলের তিন মত, ফেব্রুয়ারিতেই ভোট করতে অনড় সরকার *** চীন সফর শেষে দেশে ফিরলেন এনসিপির নেতারা *** মুক্তিযুদ্ধের মূলনীতিকে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ *** কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক: প্রধান উপদেষ্টা *** জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে আলোচনা হয়নি: বিএনপি *** ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ *** ট্রাম্পের শুল্কের যে প্রভাব পশ্চিমবঙ্গের ১৫ হাজার গার্মেন্টসে *** বিস্ফোরণ-গুলি-ড্রোনের শব্দকে শ্রুতিমধুর সংগীতে রূপান্তর করছেন গাজার শিল্পী *** অশান্ত বিশ্বে সি–মোদির বন্ধুত্বের বার্তা

ফিলিস্তিনি শিশুকে নিয়ে নির্মিত সিনেমার সঙ্গে ব্র্যাড পিট ও হোয়াকিন ফিনিক্স

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৫

#

ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি শিশু হিন্দ রজবকে নিয়ে তৈরি হয়েছে সিনেমা। ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ নামের সিনেমাটি বানিয়েছেন অস্কারে একাধিকবার মনোনয়ন পাওয়া তিউনিসিয়ান নির্মাতা কুসারু বিন হানিয়া।

অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য তিউনিসিয়া থেকে নির্বাচিত হয়েছে সিনেমাটি। ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ৩রা সেপ্টেম্বর প্রিমিয়ার হবে দ্য ভয়েস অব হিন্দ রজব সিনেমার। তার আগেই এল বড় ঘোষণা। খবর ভ্যারাইটির।

দ্য ভয়েস অব হিন্দ রজব সিনেমার সঙ্গে যুক্ত হয়েছে হলিউডের দুই জনপ্রিয় তারকা ব্র্যাড পিট ও হোয়াকিন ফিনিক্সের প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমাটির সঙ্গে নির্বাহী প্রযোজক হিসেবে থাকবেন তারা।

এ ছাড়া ‘রোমা’খ্যাত মেক্সিকান নির্মাতা আলফোনসো কুরায়ন, অভিনেত্রী রুনি মারা, ‘দ্য জোন অব ইন্টারেস্ট’খ্যাত নির্মাতা জোনাথন গ্লেজার, প্রযোজক ডেডে গার্ডনার ও জেরেমি ক্লেইনারও নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন এ সিনেমার সঙ্গে।

সত্য ঘটনা নিয়ে তৈরি হয়েছে দ্য ভয়েস অব হিন্দ রজব। ২০২৪ সালের ২৯শে জানুয়ারি গাজার রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবীরা একটি পরিবারের কাছ থেকে ফোন পান। ইসরায়েলি হামলায় একটি গাড়িতে আটকে পড়া পরিবারটি উদ্ধারের জন্য সাহায্য চাইছিল।

কিছুক্ষণ পর ছয় বছর বয়সী শিশু হিন্দ রজবের কণ্ঠ শোনা যায় ফোনে। চাচা-চাচি ও চার ভাই-বোনের সঙ্গে গাড়িতে সে-ও ছিল। গাজা শহর ছেড়ে কোনো নিরাপদ আশ্রয়ের খোঁজে যাচ্ছিল তারা। কিন্তু পথে ইসরায়েলি বাহিনীর বাধার মুখে পড়ে। প্রথমবারের হামলায় গাড়িতে থাকা পরিবারের অন্য সদস্যরা প্রাণ হারায়। বেঁচে ছিল শুধু হিন্দ রজব। রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবীদের কাছে অনুরোধ করছিল তাকে উদ্ধারের জন্য।

এর এক দিন আগেই ওই এলাকায় কয়েকজন চিকিৎসকের মৃত্যু হয়। তাই সামরিক অনুমোদন ছাড়া রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবীরা উদ্ধারের জন্য যেতে পারছিলেন না। তারা পৌঁছানোর আগেই ইসরায়েলি বাহিনী সেই শিশুকেও গুলি করে হত্যা করে। রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবীদের সঙ্গে হিন্দ রজবের সেই কথোপকথনের অডিও রেকর্ড রাখা হয়েছে এ সিনেমায়।

ফরেনসিক আর্কিটেকচার, দ্য ওয়াশিংটন পোস্ট, স্কাই নিউজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তদন্তে বেরিয়ে এসেছে, ইসরায়েলি বাহিনী জানত, ওই গাড়িতে কয়েকটি শিশু ছিল। তবু কমপক্ষে ৩৩৫টি বুলেট ছুড়েছিল তারা গাড়িটিকে লক্ষ্য করে। হৃদয়বিদারক সেই গল্প মন ছুঁয়েছে ব্র্যাড পিট ও হোয়াকিন ফিনিক্সের। তাই সিনেমাটির সঙ্গে যুক্ত হতে মোটেই কালক্ষেপণ করেননি তারা।

ব্র্যাড পিট দ্য ভয়েস অব হিন্দ রজব হোয়াকিন ফিনিক্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন