বুধবার, ২২শে জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চোখ পিটপিট করে স্বস্তির হাসি হাসতাম : স্বস্তিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৯ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। দুই দশকের বেশি সময় ধরে নিজের অসামান্য অভিনয় দক্ষতা এবং অন্য ধারার স্টাইলের জন্য লাইমলাইটে রয়েছেন। ছোট পর্দা, বড়পর্দা থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্ম, টলিউডের পাশাপাশি বলিউডেও দাপিয়ে কাজ করছেন। তবে মনের কথা অকপটেই বলে ফেলেন এই নায়িকা। সেই জন্য প্রায়শই থাকেন জল্পনার শীর্ষে। ব্যক্তিগত জীবনে স্বস্তিকার রয়েছে অনেকটা শূন্যতা। না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বাবা- মা। নায়িকার বিভিন্ন পোস্টে স্পষ্ট ফুটে ওঠে মন খারাপের কথা।  

বাবা-মাকে হারিয়ে অভিনেত্রী এখন একা রয়েছেন। একটি পোস্ট শেয়ার করে অভিনেত্রী জানিয়েছেন, তিনি নাকি বাবার মতো ‘লক্ষ্মী ট্যারা’। তিনি লিখেছেন, ‘ছোটবেলা থেকে দেখেছি, বাবা একটু বেশি মনোযোগ দিয়ে কথা বললে চোখটা কেমন অন্য রকম হয়ে যেত। বা অন্যমনস্ক হয়ে রইলে চোখটা সেই অন্য রকম। আনমনে কথা বললেও দেখতাম চোখের মনিটা কেমন যেন ফট করে আলাদা হয়ে যেত।’ 

আরও পড়ুন: শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার অভিনেত্রী নিপুণ

‘হঠাৎ ডাকলে যদি তাকায়, সেই চোখটা  আবার আলাদা। একটু বড় হতে বুঝলাম একে বলে, ‘লক্ষ্মী ট্যারা’। বাবাকে কী মিষ্টি লাগত। ‘ওই রকম কর না চোখটা’, এটা বললেই বাবা বলত, আরে ওরম ইচ্ছে করলেই হয় না, করা যায় না।’

অভিনেত্রীর কথায়, ‘বাবা চলে যাওয়ার পর, অনেক রাত পর্যন্ত বোনের সঙ্গে গল্প করলে বোন মাঝে মাঝে বলত, এই দিদি চোখটা ঠিক কর, বাবার মত হয়ে গেছে। বা বলত, দিদি পুরো বাবার মতো তাকালি। আমি পাতা ফেলে, চোখ পিটপিট করে ঠিক করে নিতাম আর মনে মনে স্বস্তির হাসি হাসতাম।’

আসলে তিনি বাবার মতোই হতে চাইতেন। তার কথায়, ‘আমরা তো সবাই চাই, এটাই আমাদের সুপ্ত বাসনা, আমরা যেন আমাদের বাবা-মায়ের মতো হই। তাদের সবটা যেন আমাদের মধ্যে থেকে যায়। ঠিক যেমন আমি চাই, আমার আমি টা যেন আমার মেয়ের মধ্যে আশ্রয় পায়।’

এসি/ আই.কে.জে/

স্বস্তিকা মুখোপাধ্যায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন