ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা সাইফ আলি খান ও তার স্ত্রী কারিনা কাপুরের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে বুধবার (১৫ই জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে দুর্বৃত্তের হামলা হয়েছে। ওই সময় পরিবারের সবই গভীর ঘুমে থাকলেও ডাকাতদের বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাইফ।
আহত অভিনেতাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অস্ত্রোপচারের পর বিপদমুক্ত আছেন সাইফ আলী খান। তাকে আইসিইউতে রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে সম্পন্ন হয়েছে সাইফের অস্ত্রোপচার। হাসপাতাল সূত্রে জানা গেছে, আড়াই ঘণ্টা ধরে চলা এই অস্ত্রোপচারে ইতিমধ্যেই চিকিৎসকরা অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বার করেছেন।
সাইফের স্নায়ুর অস্ত্রোপচার ও কসমেটিক সার্জারিও সফলভাবে শেষ হয়েছে। সার্জারিতে সাইফের শরীর থেকে প্রায় ২-৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বার করা গেছে। চিকিৎসকেরা মনে করছেন ওটা ছুরিরই ভাঙা অংশ।
আরও পড়ুন: শাহরুখের ওপর রেগে কেন চড় মারতে চেয়েছিলেন জয়া বচ্চন?
মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে ‘সৎগুরু শরণ ভবনের’ একটি ৩ বিএইচকে অ্যাপার্টমেন্টে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারিকে নিয়ে থাকেন সাইফ।
গতকাল রাত আড়াইটার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার গৃহকর্মীদের হুমকি দেন। তখন সাইফ সেখানে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় ওই দুষ্কৃতিকারী। তবে নিরাপদে রয়েছেন কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারি।
সূত্র:হিন্দুস্তান টাইমস
এসি/ আই.কে.জে/