ছবি: সংগৃহীত
ভেনিসে গত বৃহস্পতিবার (২৮শে আগস্ট) রাতে ডিভিএফ অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন কিম কার্ডাশিয়ান। কারাগার সংস্কারে তার অবদানের জন্য এই পুরস্কার পান। তবে মঞ্চে ওঠার আগে তিনি তীব্র ভাষায় আক্রমণ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতিকে। খবর টিএমজেডের।
ট্রাম্প প্রশাসনের সময় আমেরিকায় ব্যাপক আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) অভিযান চলেছিল। সরকারের ভাষ্যে, এই অভিযান মূলত অপরাধীদের বিরুদ্ধে। কিন্তু কিমের দাবি, বাস্তবে এর শিকার হয়েছেন সেসব শ্রমজীবী মানুষ, যারা দীর্ঘদিন ধরে দেশটির উন্নয়নে অবদান রেখেছেন।
ভ্যারাইটিকে তিনি বলেন, ‘খবরের শিরোনামে লেখা হয়, এটা অপরাধীদের বিরুদ্ধে। কিন্তু বাস্তবে যারা আমাদের দেশ গড়ে তুলেছেন, যারা সত্যিকারের এই দেশের অংশ, তারাই আক্রান্ত হচ্ছেন। তারা আমার চেনা মানুষ, আমার বন্ধুদের চেনা মানুষ।’
৪৪ বছর বয়সী কিম কার্ডাশিয়ান কয়েক বছর ধরে অপরাধ বিচার সংস্কার আন্দোলনে যুক্ত। র্যাপার ক্রিস ইয়াংকে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্ত করতে হোয়াইট হাউসে গিয়েছিলেন তিনি।
ইয়াং মাত্র ২২ বছর বয়সে সামান্য মাদক অপরাধে গ্রেপ্তার হয়ে জামিন ছাড়া যাবজ্জীবন দণ্ড পান। কিমের প্রচেষ্টায় ট্রাম্প ২০২১ সালে তার সাজা কমান। ইয়াং এখন ৩৭ বছর বয়সে সাউদার্ন মেথডিস্ট ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পথে।
জে.এস/
খবরটি শেয়ার করুন