সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ফাটা ঠোঁটে লিপস্টিক লাগাতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ৭ই মে ২০২৩

#

প্রতীকী ছবি

গরমেও ঠোঁট ফাটার সমস্যা হতে পারে। প্রচণ্ড গরমে শরীরে পানিশূণ্যতার দরুণ ত্বকের মতো ঠোঁটও অত্যধিক শুষ্ক হয়ে যায়। তখন ফাটা ঠোঁট হয় বড় অস্বস্তির কারণ। এই সময় লিপস্টিক লাগালে ঠোঁটের ফাটা অংশ আরও দৃশ্যমান করে তোলে। তাই এই সমস্যা এড়িয়ে লিপস্টিক ব্যবহারের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।

মাস্ক ব্যবহার করুন

রাতে ঘুমানোর আগে ঠোঁটে মাস্ক ব্যবহার করুন। সচরাচর মুখ কিংবা চুলে মাস্ক ব্যবহার করা হয়। আপনি চাইলে ঠোঁটেও তা করতে পারেন। ঘরোয়া পদ্ধতিতে একাধিক মাস্ক ব্যবহার করা যায়। শুধু লিপবাম দিয়ে এই সমস্যা সমাধান করা যাবে না। মধুর সঙ্গে লেবুর রস মিশিয়ে মাস্ক করে নিতে পারেন। সেটি কাজে দেবে।

ভালো স্ক্রাবের ব্যবহার

লিপস্টিক লাগানোর আগে ভালো একটি স্ক্রাব ব্যবহার করা জরুরি। চিনির গুড়ো ও ময়দা কিংবা বেসন সামান্য পানিতে মিশিয়ে লাগাতে পারেন। এভাবে ফাটা চামড়া উঠে যাবে এবং আপনার ঠোঁট হবে নরম।

আরো পড়ুন: খুশকি দূর করবে রসুন

ম্যাট ফিনিশ লিপস্টিক নয়


ঠোঁট ফাটার সমস্যা দেখা দিলে ম্যাট ফিনিশ লিপস্টিক কখনই লাগানো যাবে না। এক্ষেত্রে কোমল ও আর্দ্র লিপস্টিক লাগাতে হবে। তাতে ঠোঁট মসৃণ হবে।

এম/

 

ফাটা ঠোঁট লিপস্টিক

খবরটি শেয়ার করুন