ছবি: সংগৃহীত
ফুলের প্রতি ভালোবাসা নেই এমন মানুষ পাওয়া দুষ্কর! শীতে বাহারি রঙের সব ফুলের গাছ লাগাতে পারেন ছাদবাগানে। চাইলে সবজির চাষও করতে পারেন। তাতে ছাদবাগান ভরে উঠবে সবুজে, ফুলে ও ফলে।
যে যে গাছ লাগাবেন-
প্যান্সি
কড়া শীতে এই গাছে ফুল ধরে খুব। অনেক রঙের হয়। দেখতে খুবই আকর্ষণীয়।
উইন্টার জেসমিন
শীতের ধূসরতা কাটাতে এই উজ্জ্বল হলুদ কিংবা সাদা রঙের জুঁই রাখুন আপনার ছাদবাগানের কালেকশনে। বর্ণে, গন্ধে এই ফুল আপনার মন ভাল করবে নিঃসন্দেহে।
হেলেবোর্স
এই ফুল ক্রিসমাস রোস নামেও পরিচিত। সাদা, গোলাপি, পার্পেল- নানা রঙের হয়। খুব অল্প পরিচর্যাতেই এই গাছ বেড়ে ওঠে।
আরো পড়ুন : শীতকালে চাষ করুন গাঁদা ফুল
উইচ হ্যাজেল
পড়ন্ত শীতে এই ফুল ফোটে। হলুদ আর কমলা রঙের হয়। এই ফুলের অসাধারণ সুবাস। বাগানে ফুটলে শোভা তো বাড়াবেই, সঙ্গে আপনার মনও ভাল করবে।
স্নো-ড্রপস
এই ফুল আশার প্রতীক। সাদা রঙের লণ্ঠনের মতো ঝুলে থাকে গাছে। থোকায় থোকায় ফুল হয়।
উইন্টার একোনাইট
হলুদ রঙের এই ফুল বাগানে ফুটে থাকলে দেখে মনে হবে ছোট ছোট সূর্য ঘিরে রয়েছে চারপাশে। গাছগুলো খুব বড় হয় না কিন্তু ফুল হয় প্রচুর।
ক্যামেলিয়া
বাগানের সৌন্দর্য বাড়াতে ক্যামেলিয়া রাখতেই হবে। গোলাপি রঙের এই ফুলকে শীতের রানি বললেও অত্যুক্তি হবে না।
এস/ আই. কে. জে/