ছবি: সংগৃহীত
অসমাপ্ত কবিতা
——সিফাত রাখী
কোন কোন দিন ভীষণ রঙিন, কোন কোন দিন আলো;
কোন কোন দিন মন খারাপের, দিনগুলি হোক ভালো।
কোন তারা জলে, কোন তারা নিভে, ঐ আকাশের বুকে;
কোন তারা পড়ে, দুঃখের ভারে, কেউ কি তা মনে রাখে!
লেগেছে অনল, পুড়লো সজল - আঁখি ঝরা পল্লবে;
জীবনের সব রঙ মুছে যাবে, সঙ হয়ে সবই রবে।
ফড়িং এর দুঃখে ফড়িং উড়ে, কাকের বিরহে কাক
মানুষের দুঃখে পুড়ে না কেউ, সব অনলেই পুড়ে যাক।
আকাশের বুকে সাদা মেঘ, আর প্রকৃতির সাদা বক
আমার আকাশ জুড়ে শুধু কালো মেঘ, বৃষ্টিরা ঝরে যাক।
বৃষ্টির সাথে ধুয়ে যাক, আমার যত শত বিচ্ছেদী কবিতা
শুদ্ধ হোক মৃত্তিকা, তার সাথে শুদ্ধ হোক- প্রকৃতির ছবিটা।
তবুও হবো না শুদ্ধ আমি, আর আমাদের ভালোবাসা
তোমার জন্য পাঠিয়ে দিলাম, এক ঝাঁক নীল নিরাশা।
জীবনের তরে, জীবনের সব এলোমেলো বেহিসেবী খাতা
আমার জন্য শুধু পড়ে থাক, নিঃসঙ্গ যত অসমাপ্ত কবিতা।
আরো পড়ুন : কবিতা: মিতালির গান- শুভাশীষ কুমার চ্যাটার্জী
এস/ আই.কে.জে/