ছবি: সংগৃহীত
বাংলা ব্যান্ড সংগীতের পথ তৈরিতে যাদের ভূমিকা অগ্রগণ্য, তাদেরই একজন মাহফুজ আনাম জেমস। যিনি নগরবাউল জেমস হিসেবেই বেশি পরিচিত। আজ ২রা অক্টোবর, বৃহস্পতিবার এই রকস্টারের জন্মদিন। ১৯৬৪ সালের আজকের দিনে নওগাঁয় তার জন্ম, তবে বেড়ে উঠেছেন চট্টগ্রামে।
পরিবারের বাধা ডিঙিয়ে সংগীতের পথে হাঁটা শুরু করেন শৈশবে। একপর্যায়ে বাড়িও ছেড়ে দেন। চট্টগ্রামের আজিজ বোর্ডিং থেকে শুরু হয় তার মূল পথচলা। ১৯৮০ সালে ‘ফিলিংস’ ব্যান্ড গড়েন, সেখান থেকে প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’ আসে ১৯৮৭-তে।
জনপ্রিয়তা পান পরের বছর ‘অনন্যা’ অ্যালবাম দিয়ে। এরপরের ইতিহাস গানপ্রেমী সবারই জানা।
জে.এস/
খবরটি শেয়ার করুন