সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৯শে ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া *** ২০শে জানুয়ারির মধ্যে সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ *** মুম্বাইয়ে অরিজিতের কনসার্টের টিকিটের মূল্য লাখ টাকা *** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম

স্পন্সর ভিসা নিয়ে সুখবর দিলো ইতালির সরকার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বহুল প্রতীক্ষিত ইতালির স্পন্সর ভিসা ২০২৩ এর অফিসিয়াল গ্যাজেট প্রকাশ করেছে দেশটির সরকার। বুধবার (৪ অক্টোবর) স্থানীয় সময় সকালে এই গ্যাজেট প্রকাশ হয়।

বাংলাদেশিদের নিকট ব্যাপক জনপ্রিয় স্পন্সর ভিসার আবেদনপত্র শুরু হবে আগামী ডিসেম্বর মাস থেকে। বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী নির্ধারণ করা হয়েছে ভিন্ন ভিন্ন ক্লিক ডে। স্থায়ী বা পার্মানেন্ট স্পন্সরের আবেদন জমার ক্লিক ডে শুরু হচ্ছে চলতি বছরের ২ ডিসেম্বর সকাল ৯টা থেকে।

অফিসিয়াল গ্যাজেট অনুযায়ী, ডোমেস্টিক, কলফ ও বাদান্তে বা বাসাবাড়ির কাজের ভিসার ক্লিক ডে এ বছরের ৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে।

সিজনাল ও কৃষি (অস্থায়ী) স্পন্সরের আবেদনপত্রের ক্লিক ডে ১২ ডিসেম্বর সকাল ৯ টা থেকে শুরু হবে।

২০২৩ সালের মোট স্পন্সর ভিসার সংখ্যা ১ লাখ ৩৬ হাজার। এর মধ্যে স্থায়ী স্পন্সর ভিসা হবে মোট ৫২ হাজার ৭৭০টি। গ্যাজেট থেকে আরও জানা যায়, ডোমেস্টিক কাজের জন্য ভিসা ছাড়া হচ্ছে আলাদাভাবে মোট ১০-১২ হাজার সম্ভাব্য এবং সিজনাল ও কৃষি স্পন্সর ভিসার মোট সংখ্যা ৮২ হাজার ৫৫০টি। এ ছাড়াও স্ব-নিয়োজিতদের ভিসার সংখ্যা ৬৮০টি।

এ বছর সব ধরনের আবেদনপত্র গ্রহণ করা হবে কোটা পূর্ণ হওয়ার আগ পর্যন্ত। ভিসার মাধ্যমে কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনপত্র জমা নেয়া বন্ধ হয়ে যাবে।

সঠিক মালিক অথবা ভালো কোম্পানির মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে আবেদন করতে পারলে ইতালির স্পন্সর ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই দ্রুত সময়ের মধ্যে আবেদন করা জরুরি।

বিগত দিনের ইতালিতে স্পন্সর ভিসা বিজয়ী হওয়ার সংখ্যার দিক দিয়ে বাংলাদেশিরা রয়েছে প্রথম সারিতে। প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি স্পন্সর ভিসার মাধ্যমে ইতালিতে আসার সুযোগ পাচ্ছেন। এতে করে আবেদনও করেন বিশাল সংখ্যক আগ্রহী বাংলাদেশি ।

ইতালি সরকার অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্পন্সর ভিসার সংখ্যা দিন দিন বৃদ্ধি করেছেন। এতে সুযোগ পাচ্ছেন লাখ বাংলাদেশি। পশ্চিম ইউরোপের শিল্প সমৃদ্ধ এবং প্রাচীন সভ্যতার দেশ ইতালিতে এখন প্রায় দুই লাখ ৫০ হাজার বাংলাদেশি বসবাস করছেন।

এসি/ আই.কে.জে




ইতালি স্পন্সর ভিসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন