শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মালিক-ডি ভিলিয়ার্সদের ফাইনাল আজ, খেলা দেখবেন কোথায় *** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ

কাপাসিয়ায় কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত।

গাজীপুরের কাপাসিয়ায় কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কড়িহাতা ইউনিয়নের পিরিজপুর উচ্চ বিদ্যালয় মাঠে শোয়াইব হজ্ব ট্রাভেলস সার্ভিসেস ও আবির্ভাব সমাজকল্যাণ সংঘের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ'লীগের সহসভাপতি অ্যাড. আমানত হোসেন খান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের অর্থ বিষয়ক সম্পাদক মাহবুবুল আলম মোড়ল।

শোয়াইব হজ্ব ট্রাভেলস সার্ভিসেস ও আবির্ভাব সমাজকল্যাণ সংঘের সভাপতি শোয়াইব খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক তানভীর চৌধুরী সাগর। মার্চের প্রথম সপ্তাহে দুইদিন ব্যাপী কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় দুই শতাধিক হাফেজ ও ক্বারি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

আরো পড়ুন: বাকি ৩ শতাংশ কাজ শেষ হলেই খুলবে স্বপ্নের কর্ণফুলী টানেল

বিভিন্ন ধাপ পেরিয়ে প্রথম স্থান অর্জন করেন কুড়িগ্রাম জেলার হাফেজ ক্বারি মুহাম্মদ মুস্তাকীম বিল্লাহ, দ্বিতীয় স্থান কিশোরগঞ্জ জেলার মুফতি তানভীর আহমাদ তানীম ও তৃতীয় স্থান উপজেলার হাফেজ মাওলানা ইমরান হুসাইন।

প্রথম স্থান অর্জনকারীকে পুরস্কার স্বরুপ শোয়াইব হজ্ব ট্রাভেলস সার্ভিসেস ও আবির্ভাব সমাজকল্যাণ সংঘের পক্ষ থেকে বিনামূল্যে ওমরা হজ্ব পালনের সুযোগ. দ্বিতীয় স্থান অর্জনকারীকে নগদ ৩০ হাজার টাকা ও তৃতীয় অর্জনকারীকে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।


এমএইচডি/ আই. কে. জে/

কাপাসিয়া কেরাত প্রতিযোগিতা সংবর্ধনা গাজীপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন