ছবি: সংগৃহীত
গ্রামবাংলার অপরূপ সৌন্দর্য আর বৈশিষ্ট্যে বাংলার ঋতুর রানী হেমন্ত। মন ভোলানো রূপে দেশের উত্তর জনপদ। হিমালয়ের পাদদেশ উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ে এখন শীত-গরমের খুনসুটি। দারুণ উপভোগ করছে এ জেলার মানুষ।
ঋতু বদলের সাথে বদলায় বাংলার প্রকৃতি ও জীবন। কার্তিক-অগ্রহায়ণ দুই মাস- এক অপরূপ ঋতু হেমন্ত। সকালের শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশা বার্তা দিচ্ছে শীত আসার।
আরো পড়ুন : ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত
দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে সারদিনের ভ্যাপসা গরম শেষে ভোর থেকে বয়ে যায় মৃদু বাতাস। হালকা কুয়াশায় ভিজে থাকছে আশপাশ। গুটি গুটি পায়ে আসছে শীত। হিমালয়ের খুব কাছে হওয়ায় ঠাকুরগাঁওয়ে শীত আসে বেশ আগেই।
পাকা ধানের ম ম ঘ্রাণ, গ্রাম্য মেলা, ঘরে ঘরে পিঠা-পায়েসের আয়োজন, ঢেঁকির শব্দ সব মিলিয়ে এক অনন্য প্রকৃতি হেমন্ত। উৎসব আর আনন্দে ভরিয়ে দেয় এই ঋতু।
বাংলায় হেমন্তের উদযাপনও হোক সোনালী ধানের মতো স্বর্ণালী রূপে, চিরাচরিত উৎসব-আনন্দের আমেজে- এমনটাই প্রত্যাশা গ্রাম-বাংলার মানুষের।