শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর *** দুই দশক পর ২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান *** তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক *** যারা হ্যাঁ ভোটের সমালোচনা করছেন, তাদের জানার পরিধি সীমিত: শফিকুল আলম

ঠাকুরগাঁওয়ে মিষ্টি আলুর বাম্পার ফলন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ২০শে মে ২০২৩

#

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের সীমান্তবর্তী জগদল নাগর নদীর পতিত বালু চরে মিষ্টিআলু চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন কৃষক হাসান আলী। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহায়তায় দুই একর জমিতে মুড়াসাকি ও ওকিনামা জাতের মিষ্টিআলু চাষ করেন তিনি। এসব আলুর কোনো কোনোটির ওজন ৩ থেকে ৪ কেজি। হাসান আলীর উৎপাদিত এত বড় আকারের মিষ্টিআলু দেখতে দূরদূরান্ত থেকে অনেকেই ভিড় করছেন তার বাড়িতে, নিচ্ছেন পরামর্শ।

ধর্মগড়ের কৃষক জমির উদ্দীন বলেন, চরের বালুমাটিতে এত ভালো ফসল হবে ভাবতেও পারিনি। এত বড় মিষ্টিআলু জীবনেও দেখিনি। দেখে খুব ভালো লাগছে। যত্ন করলে যে রত্ন পাওয়া যায়— হাসান আলী সে উদাহরণ সৃষ্টি করেছেন।
এ বিষয়ে কৃষক হাসান আলী বলেন, প্রথমে যখন শুরু করি হতাশা কাজ করছিল। এখন এমন ফলনে আমি সত্যিই আনন্দিত। প্রথমবারই এত বড় সাফল্য পাব, ভাবতেও পারিনি। এ পর্যন্ত ৫০ হাজার টাকার মিষ্টিআলু বিক্রি করেছি জমি থেকে। আরও ৩০০ মণের ওপরে আলু রয়েছে, যার বাজারদর ৩ লাখ টাকার বেশি বিক্রি হবে আশা করছি। পানির সেচ বেশি দিতে হয়েছে। কারণ, চরের জমি মানেই বালু। আগামীতে আরও বেশি জমিতে মিষ্টিআলু চাষের চিন্তা করছি।

আরো পড়ুন: সৈয়দপুরে গ্রীষ্মকালেও চাষ হচ্ছে ফুলকপি-বাঁধাকপি

উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা— কোনো পতিত জমি ফেলে রাখা যাবে না। এরই ধারাবাহিকতায় নদীর চরেও চাষ শুরু করা হয়েছে। কৃষক হাসান আলী ৩ থেকে ৪ কেজি ওজনের মিষ্টিআলু উৎপাদন করে উপজেলায় তাক লাগিয়ে দিয়েছেন। বাজারে বিশেষ পুষ্টিগুণসম্পন্ন মিষ্টিআলুর ব্যাপক চাহিদা রয়েছে। আশা করছি, অন্য কৃষকরাও তাকে দেখে উদ্বুদ্ধ হবেন। 

এম/


 

ঠাকুরগাঁও মিষ্টি আলু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250