বুধবার, ১৯শে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাগারে পছন্দের খাবার না পেয়ে বন্দির মামলা *** আন্তর্জাতিক কার্ড দিয়ে কেনা যাবে বিমান টিকিট *** সিপিবির মনোনয়ন ফরম বিতরণ শুরু আগামীকাল *** শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা *** আমরা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, একটা দোলাচল চলছে: মির্জা ফখরুল *** ‘খাসোগি হত্যার বিষয়ে' কিছুই জানতেন না সৌদি যুবরাজ: ট্রাম্প *** সাংবাদিক মিজানুরকে তুলে নেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা: ‘তদন্তের পর জানতে পারব’ *** 'ছাত্র উপদেষ্টারা যাতে কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারেন' *** রয়টার্সের পোস্ট ভুলভাবে উদ্ধৃত করে প্রচার *** সাংবাদিক সোহেলকে বাসা থেকে তুলে আনার কারণ জানাল ডিএমপি

বাসের ভাড়া বাকি রাখার পদ্ধতি চালু করলেন মোশাররফ করিম!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

রামপুরা থেকে আবদুল্লাহপুর যাবেন রফিক। কিন্তু তিনবার বাস ভাড়া চাওয়ার পরও ভাড়া দেননি। তারপর একসঙ্গে দুই সিট নিয়ে বসে আছেন। কেউ খালি সিটে বসতে চাইলেই সেই যাত্রীকে বলেন, তাঁর চুলকানি রোগ রয়েছে। সেখানে আর কেউ বসেন না।

এবার বাসের হেলপারের ভাড়া চাওয়ার শেষ চেষ্টা। কিন্তু এই যাত্রী ভাড়া দেবেন না; বরং চালকের সহকারীকে বাসের ভাড়া বাকির খাতায় লিখে রাখতে বলেন। আরও বলেন, ‘এখন থেকে বাসের ভাড়া বাকি রাখার সিস্টেম আমি চালু করলাম’।

শুধু তা-ই নয়, হোটেলে একটি ডিমভাজি ২০ টাকা রাখে, এ জন্য তিনি আলাদা একটি ডিম নিয়ে রেস্টুরেন্টে খেতে যান। এমন মজার ঘটনা নিয়ে এগিয়েছে নাটক, ‘লাভে আছে লসে নাই।’ রফিক নামের এমন চরিত্রে এবার অভিনয় করেছেন মোশাররফ করিম। 

কখনো বেকার, স্টেশনমাস্টার, বাসার দারোয়ান, পুলিশ অফিসার, প্রেমিক, যমজ, চা-খোরসহ নানা চরিত্রে অভিনয়ে প্রশংসা কুড়ান অভিনেতা মোশাররফ করিম। এবার তাঁকে দেখা যাবে আশপাশের মানুষকে বিরক্ত করা এক ব্যক্তির চরিত্রে।

নাটকে উঠে এসেছে এক নিম্নমধ্যবিত্ত দম্পতির গল্প। গল্পে তাঁর সহ-অভিনেত্রী হিসেবে অভিনয় করেছেন রোবেনা রেজা। যাঁরা একটি বিপদে পড়ে মানুষের কোনো সহযোগিতা পান না। তার পর থেকে মানুষের সঙ্গে অমানবিক হওয়ার চেষ্টা করেন। এরপরই গল্পে চমক আসে।

আরো পড়ুন : রেখার চিরসবুজ সৌন্দর্যের রহস্য জেনে নিন

নাটকের পরিচালক এস আর মজুমদার বলেন, নাটকের প্রথম দিকে এই তারকা জুটিকে দেখা যাবে, সবাইকে ইচ্ছাকৃতভাবেই বিরক্ত করেন। মানুষকে কষ্ট দিতে থাকেন। যেটা গায়ে পড়ে ঝগড়া করার মতো।

যে কারণে বিষয়গুলো কমেডি-নির্ভর মনে হয়; যা প্রথম দিকে দর্শকদের বিনোদন দেবে। কিন্তু পরোপকারী এই দম্পতি কেন বদলে গেলেন? এর মধ্যেই গল্পটিতে উঠে আসে এক মানবিক ও মমতাবোধের বার্তা।নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এস আর মজুমদার। 

সুলতান এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারিত হয়েছে। নাটকে আরও অভিনয় করেছেন রাখি চৌধুরী, মিশকাত মাহমুদ, হানিফ পালোয়ান, জাবেদ গাজি প্রমুখ।

এস/ আই. কে. জে/

মোশাররফ করিম বাসের ভাড়া ভাড়া বাকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250