রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল *** ৫ই আগস্ট সামনে রেখে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী *** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ *** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

পথচলার ২০ বছর

‘মেঘদল’র একক কনসার্ট ১৩ অক্টোবর

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৬ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বন্ধুরা মিলে আড্ডায় গাওয়ার মধ্য দিয়ে শুরু। এরপর ২০০২ সালে সংগঠিত হন, আর ব্যান্ডের নাম দেন ‘মেঘদল’। এক এক করে সেই ব্যান্ড পার করেছে দুই দশক। এবার উদযাপনের পালা।

পথচলার ২০ বছর উপলক্ষে একটি একক কনসার্টের আয়োজন করেছে ব্যান্ডটি। আগামী ১৩ অক্টোবর রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হবে এটি। কনসার্টটির শিরোনাম দেওয়া হয়েছে ‘শরতে মেঘদল’।

বিশেষ এই কনসার্ট নিয়ে ব্যান্ডটির প্রতিষ্ঠাকালীন সদস্য মেজবাউর রহমান সুমন বলেন, “নতুন আর পুরোনো গানগুলো নিয়ে আমরা হাজির হবো শ্রোতাদের সামনে। বিশ বছরের গানের পথচলায় এই একক অনুষ্ঠান নানাভাবে গুরুত্বপুর্ণ আমাদের নিজেদের কাছে। তাছাড়া যারা মেঘদলের কথা ও সুরকে ভালোবেসে এই দীর্ঘ পথচলায় আমাদের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন; তাদের জন্যই মূলত এই আয়োজন।’

সুমন জানান, প্রতিটি টিকিটের সঙ্গে কনসার্টের অফিসিয়াল পোস্টারের একটি কপি শ্রোতাদের দেওয়া হবে। এছাড়া ভেন্যুতে আরও একটি পোস্টার এবং টি-শার্ট সংগ্রহ করা যাবে অর্থের বিনিময়ে।

‘মেঘদল’র ভোকাল শিবু কুমার শীল বলেছেন, ‘আসলে যে কোনও কনসার্টে স্বল্প পরিসরে অনেক গান শোনাতে পারি না, অনেক গল্প না বলা থাকে। এই কনসার্টটি মূলত সেই গানের, গল্পের।’

কনসার্টের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। টিকিট সংগ্রহ করা যাবে ব্যান্ডটির তৈরি করা গুগল ডক ফাইল থেকে।

উল্লেখ্য, আত্মপ্রকাশের পর থেকে দুটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছে ‘মেঘদল’। বর্তমানে তাদের তৃতীয় অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র গানগুলো ক্রমশ প্রকাশ্যে আসছে। গত ১৮ আগস্ট অ্যালবামটির টাইটেল গান উন্মুক্ত করা হয়।

ব্যান্ডটির বর্তমান লাইনআপ- শিবু কুমার শীল (কথা, সুর, কণ্ঠ), মেজবাউর রহমান সুমন (কথা, সুর, কণ্ঠ), রাশিদ শরীফ শোয়েব (কণ্ঠ, সুর, গিটার), আমজাদ হোসেন (ড্রামস), এম জি কিবরিয়া (বেজ গিটার), তানভীর দাউদ রনি (কিবোর্ড) ও সৌরভ সরকার (বাঁশি, ক্লারিনেট, স্যাক্সোফোন)।

একে/


‘মেঘদল’র একক কনসার্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন