সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

নাসায় মিলছে চাকরি, থাকতে হবে মঙ্গল গ্রহে!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৩ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

মহাকাশে যাওয়ার বাসনা রয়েছে অনেকের। আবার অনেকেই মহাকাশচারী হওয়ার স্বপ্ন দেখতে দেখতে বড় হয়েছেন। যারা মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য মার্কিন মহাকাশ গবেষণা নাসা নিয়ে এলো সুখবর! 

এক প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, নাসা মানুষের জন্য একটি বাড়ি তৈরির পরিকল্পনা করছে। সেই বাড়িটি হবে একটি নকল বাড়ি। অর্থাৎ সেই বাড়িটিই হবে মঙ্গল গ্রহ।

এই বাড়িতে মানুষদের আনা হবে এবং মানুষ আসলে মঙ্গলে বাস করতে পারবে কি না তা দেখার জন্য তাদের উপর বিভিন্ন ধরনের পরীক্ষা করা হবে। এর নাম দেওয়া হয়েছে ‘সিমুলেটেড মার্স হ্যাবিট্যাট’।

আরো পড়ুল : এবার দেখা যাবে বিরল সূর্যগ্রহণ, দিন হবে রাতের মতো অন্ধকার!

নাসা মানুষ খুঁজছে

নাসা এই বাড়িতে রাখার জন্য কিছু মানুষ খুঁজছে। বিশেষ বিষয় হল, নির্বাচিত ব্যক্তিরা শুধু সেখানে থাকার সুযোগই পাবেন না, বেতনও পাবেন। ১৭০০ বর্গফুটের এই মঙ্গল গ্রহের সিমুলেশন হাউসে চারজন থাকতে পারবেন বলে জানিয়েছে নাসা ।

এই সময়ে, তারা সিমুলেটেড স্পেস ওয়াক করার সুযোগ পাবে। সেখানে তাদের ফসল ফলাতে হবে এবং রোবোটিক্সের সঙ্গে কাজ করতে হবে। এই মিশনের নাম দেওয়া হয়েছে ‘ক্রু হেলথ অ্যান্ড পারফরমেন্স এক্সপ্লোরেশন অ্যানালগ’।

এই কাজের জন্য কী কী যোগ্যতার প্রয়োজন?

নাসার এর মতে, এই মিশনটি আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে শুরু হবে। এই মিশনের অংশ হতে চাইলে তাকে আবেদন করতে হবে। অর্থাৎ মঙ্গল গ্রহের সিমুলেশন হাউসে থাকার জন্য, যার জন্য তাদের কাছে ২ এপ্রিল পর্যন্ত সময় থাকবে। আবেদনকারী প্রার্থীর বয়স ৩০ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রার্থীকে একজন আমেরিকান নাগরিক বা দেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়া প্রার্থীকে ইংরেজি জানতে হবে। আর আবেদনকারীকে অধূমপায়ী হতে হবে।

শুধু তাই নয়, আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিং, গণিত, জীববিদ্যা বা অন্যান্য বিজ্ঞান সম্পর্কিত কোর্সের মতো স্টেম কোর্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়াও, তাদের এই ক্ষেত্রে পেশাদার অভিজ্ঞতা বা কমপক্ষে দুই বছরের ডক্টরেট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এস/ আই.কে.জে/ 


নাসা মঙ্গল গ্রহে

খবরটি শেয়ার করুন