শুক্রবার, ১৮ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কতটুকু?

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ই অক্টোবর) এটি নিম্নচাপে পরিণত হয়। এর প্রভাবে আগামীকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপের কারণে দেশের চার নদী বন্দরকে আপাতত এক নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নিম্নচাপের পর তা গভীর নিম্নচাপে পরিণত হয়। এরপর এটি সাধারণত ঘূর্ণিঝড়ে পরিণত হয়। আবার কখনও কখনও গভীর নিম্নচাপেই শেষ হয়ে যায়। এখন নিম্নচাপের যে গতিপ্রকৃতি তাতে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এটি বাংলাদেশের কক্সবাজার থেকে এক হাজার ৪২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল গতকাল সন্ধ্যা ছয়টার দিকে।

গতকাল ওই সময়ে দেওয়া আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৪৭৫ কিলোমিটার, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৩৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৩৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

আরো পড়ুন : বাতাসে শীতের আভাস, কমতে পারে তাপমাত্রা

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয় ওই বিজ্ঞপ্তিতে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজ বুধবার (১৬ই অক্টোবর) সকালে দেশের একটি গণমাধ্যমকে বলেন, নিম্নচাপটি নিম্নচাপ আকারেই উপকূল অতিক্রম করতে পারে। এটি ভারতের তামিলনাড়ু এলাকার দিকে চলে যেতে পারে। সেখানে এর প্রভাবে ব্যাপক বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া থাকতে পারে। সেখানে বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হতে পারে।

চলতি অক্টোবর মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে কমবেশি বৃষ্টি হচ্ছে। মৌসুমী বায়ু বিদায় নেওয়ার এ সময়ে এমনভাবেই সাধারণত বৃষ্টি হয়। নিম্নচাপের প্রভাবেও দেশের বিভিন্ন স্থানে আগামীকাল থেকে বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, আগামীকাল দেশের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার থেকে বৃষ্টি খানিকটা বাড়তে পারে। এরপরের দিনেও বৃষ্টি হতে পারে।

এস/ আই.কে.জে


ঘূর্ণিঝড়

খবরটি শেয়ার করুন