শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইউরোপের চার দেশ ২১শে মে প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১১ অপরাহ্ন, ৯ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ড, স্পেনসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য অন্তত চারটি দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে।

বৃহস্পতিবার (৯ই মে) আয়ারল্যান্ডের জাতীয় সম্প্রচারমাধ্যম এই কথা জানিয়েছে। 

এর আগে, বুধবার (৮ই মে) স্থানীয় সময় সন্ধ্যার প্রতিবেদনে বলা হয়, প্যালেস্টাইনকে যৌথভাবে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে ডাবলিন ও মাদ্রিদ এবং স্লোভেনিয়া ও মাল্টার মধ্যে যোগাযোগ তীব্র হয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, ইউরোপের এসব দেশ আগামী ১০ই মে জাতিসংঘের সাধারণ পরিষদে প্যালেস্টাইনের বিষয়ে অনুষ্ঠিতব্য ভোটের অপেক্ষায় রয়েছে। ওই দিন সাধারণ পরিষদের অধিবেশনে জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার যোগ্য হিসাবে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়া হতে পারে। 

আরো পড়ুন: ইমরান খান ক্ষমা চাইবেন না 

গত ২২শে মার্চ দেওয়া এক যৌথ বিবৃতিতে স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া জানায়, প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে প্রথম পদক্ষেপ গ্রহণে ঐক্যমতে পৌঁছেছে তারা।

উল্লেখ্য, ১৯৮৮ সালের পর থেকে এখন পর্যন্ত জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত ১৩৯টিই প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে।

সূত্র: রয়টার্স  

এইচআ/ 

স্বীকৃতি প্যালেস্টাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন