বৃহস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিলেন হাইকোর্ট *** দেশে নতুন করে রোহিঙ্গা আসা বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার *** রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনায় আসিফ নজরুলের সভাপতিত্বে কমিটি *** এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব *** ফেসবুকে ছড়ানো নতুন উপদেষ্টা নিয়োগের খবর ভুয়া: প্রেস সচিব *** বাংলাদেশকে অর্থ সহায়তা দেবে কানাডা *** ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সেই শামীমা *** দৈনিক যায়যায়দিন পত্রিকার ‘ডিক্লারেশন’ বাতিল *** এমবিবিএস–বিডিএস ডিগ্রি ছাড়া ‘ডাক্তার’ লেখা যাবে না: হাইকোর্ট *** আমেরিকা-চীনের বাণিজ্যযুদ্ধের সুবিধা পাচ্ছে বাংলাদেশ

রিয়ালের জার্সি পড়ে রোনালদোর রেকর্ড ভাঙতে চান ভিনি!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৩ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

সালজবুর্গের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ আবার যেন নিজেদের জাত চেনালো। প্রথমার্ধের ২৩ মিনিট পর্যন্ত নিষ্প্রভ হয়ে থাকা লস ব্লাঙ্কোসরা শেষ পর্যন্ত একে একে সালজবুর্গের জালে বল ঠেলেছে ৫ বার। যেখানে ভিনিসিয়ুস জুনিয়র একাই করেছেন দুই গোল।

এদিন দুই গোল করার পথে একটা রেকর্ডও গড়েছেন ভিনি। রিয়ালের জার্সিতে গোলের সেঞ্চুরি স্পর্শ করেছেন তিনি। ম্যাচের আগে তার গোল সংখ্যা ছিল ৯৯। দুই গোল করায় ক্লাবটির হয়ে এখন তার সর্বমোট গোল সংখ্যা ১০১।

লস ব্লাঙ্কোসদের হয়ে এখন দ্বিতীয় সর্বোচ্চ ব্রাজিলিয়ান গোলদাতা ভিনি। ব্রাজিলের হয়ে রিয়ালের জার্সিতে তার চেয়ে বেশি গোল আছে শুধুমাত্র রোনালদোর। কিংবদন্তি এই স্ট্রাইকারের রেকর্ড ভাঙাই এখন ভিনির লক্ষ্য। হতে চান ক্লাবটির ইতিহাসের সেরা ব্রাজিলিয়ান গোলদাতা।

আরো পড়ুন : দুই ব্রাজিলিয়ানের তাণ্ডবে সলজবার্গকে হারিয়ে জিতল রিয়াল

ভিনি বলেন, 'এই জার্সিতে গোল করতে পারলেই খুশি থাকি আমি। কারণ এই জার্সিতে সবচেয়ে বেশি গোল করা ব্রাজিলিয়ান রোনালদো। তার চেয়ে তিন গোল পিছিয়ে আছি। আশা করি, আরও গোল করতে পারবো আমি।'

রিয়ালের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ভিনি। গোল করেছেন দুটিরই ফাইনালে। এছাড়াও তিনটি লা লিগাসহ মোট ১৪ ট্রফি তিনি জিতে ফেলেছেন ২৪ বছর বয়সেই।

অন্যদিকে ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত রিয়ালে খেলে রোনালদোর গোল ১০৪টি। পুরো ক্যারিয়ারের মতো এই ক্লাবেও চোট তাকে বেশ ভুগিয়েছে। তারপরও স্প্যানিশ ক্লাবটির হয়ে এখনও পর্যন্ত সফলতম ব্রাজিলিয়ান ফুটবলার তিনি।

এস/কেবি

ভিনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন