রবিবার, ১লা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসির ‘দায়িত্বহীনতায়’ ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ফাঁস *** যৌন অপরাধী এপস্টেইনের নথিতে নরেন্দ্র মোদির নাম *** যৌন অপরাধীর ফাইলে সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুর আপত্তিকর ছবি *** আলী রীয়াজ দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন: মাসুদ কামাল *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না’ *** একটি দল প্রকাশ্যে ‘হ্যাঁ’র পক্ষে বললেও গোপনে ‘না’র প্রচার চালায়: মামুনুল হক *** পচা রাজনীতিকে আমরা পাল্টে দিতে চাই: জামায়াতের আমির *** যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান *** মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নতুন বিধিনিষেধ *** ২২৪ কোটি টাকার রপ্তানির আদেশ মিলল বাণিজ্য মেলায়

ট্রাম্পকে প্রাচীন সোনার মুকুটের ‘প্রতিরূপ’ উপহার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৫

#

ছবি : রয়টার্স

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রাচীন সোনার মুকুটের প্রতিরূপ উপহার দিয়েছেন। আজ বুধবার (২৯শে অক্টোবর) কোরিয়ার ঐতিহাসিক শহর কিয়ংজুতে দুই নেতার বৈঠকের সময় এই প্রতীকী উপহার প্রদান করা হয়। উপহার পেয়ে খুশি হয়ে ট্রাম্প জানান, এটি তার কাছে ‘খুব বিশেষ’ কিছু। 

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, এই উপহার দুই দেশের মধ্যে ‘শান্তিপূর্ণ সহাবস্থান ও যৌথ উন্নয়নের নতুন যুগ’-এর প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই মুকুটটি তৈরি করা হয়েছে প্রাচীন শিলা সাম্রাজ্যের রাজমুকুটের আদলে। কোরিয়ার জাতীয় জাদুঘরের তথ্য অনুযায়ী, সেই সোনার মুকুট রাজা ও অভিজাত শ্রেণির ‘পবিত্র কর্তৃত্ব ও পরম শাসনের প্রতীক’ ছিল।

শিলা সাম্রাজ্য ছিল কোরীয় উপদ্বীপ শাসন করা তিনটি প্রাচীন রাজবংশের একটি। খ্রিষ্টীয় পঞ্চম ও ষষ্ঠ শতকের তাদের শিল্পকর্ম আজও বিশ্বজুড়ে প্রশংসিত।সোনার সেই রাজমুকুটে গাছের ডালপালার নকশা ব্যবহার করা হয়েছিল, যা রাজাদের ‘স্বর্গীয় ম্যান্ডেট বা দেবপ্রদত্ত ক্ষমতা’ নির্দেশ করে। মুকুটে পশুর অলঙ্করণও দেখা যায়।

ট্রাম্প এপেক সম্মেলনে অংশ নিতে কিয়ংজু সফর করছেন। সেখানে এক বিশেষ প্রদর্শনীতে শিলা যুগের ছয়টি সোনার মুকুট একসঙ্গে প্রদর্শিত হবে।

এর আগের দিন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ট্রাম্পকে উপহার দিয়েছেন গলফ তারকা হিদেকি মাতসুয়ামার স্বাক্ষর করা গলফ ব্যাগ এবং প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের ব্যবহৃত একটি পাটার।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250