ছবি : রয়টার্স
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রাচীন সোনার মুকুটের প্রতিরূপ উপহার দিয়েছেন। আজ বুধবার (২৯শে অক্টোবর) কোরিয়ার ঐতিহাসিক শহর কিয়ংজুতে দুই নেতার বৈঠকের সময় এই প্রতীকী উপহার প্রদান করা হয়। উপহার পেয়ে খুশি হয়ে ট্রাম্প জানান, এটি তার কাছে ‘খুব বিশেষ’ কিছু।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, এই উপহার দুই দেশের মধ্যে ‘শান্তিপূর্ণ সহাবস্থান ও যৌথ উন্নয়নের নতুন যুগ’-এর প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই মুকুটটি তৈরি করা হয়েছে প্রাচীন শিলা সাম্রাজ্যের রাজমুকুটের আদলে। কোরিয়ার জাতীয় জাদুঘরের তথ্য অনুযায়ী, সেই সোনার মুকুট রাজা ও অভিজাত শ্রেণির ‘পবিত্র কর্তৃত্ব ও পরম শাসনের প্রতীক’ ছিল।
শিলা সাম্রাজ্য ছিল কোরীয় উপদ্বীপ শাসন করা তিনটি প্রাচীন রাজবংশের একটি। খ্রিষ্টীয় পঞ্চম ও ষষ্ঠ শতকের তাদের শিল্পকর্ম আজও বিশ্বজুড়ে প্রশংসিত।সোনার সেই রাজমুকুটে গাছের ডালপালার নকশা ব্যবহার করা হয়েছিল, যা রাজাদের ‘স্বর্গীয় ম্যান্ডেট বা দেবপ্রদত্ত ক্ষমতা’ নির্দেশ করে। মুকুটে পশুর অলঙ্করণও দেখা যায়।
ট্রাম্প এপেক সম্মেলনে অংশ নিতে কিয়ংজু সফর করছেন। সেখানে এক বিশেষ প্রদর্শনীতে শিলা যুগের ছয়টি সোনার মুকুট একসঙ্গে প্রদর্শিত হবে।
এর আগের দিন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ট্রাম্পকে উপহার দিয়েছেন গলফ তারকা হিদেকি মাতসুয়ামার স্বাক্ষর করা গলফ ব্যাগ এবং প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের ব্যবহৃত একটি পাটার।
জে.এস/
খবরটি শেয়ার করুন