সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনে সিইসির আশ্বাস *** তিন দলের তিন মত, ফেব্রুয়ারিতেই ভোট করতে অনড় সরকার *** চীন সফর শেষে দেশে ফিরলেন এনসিপির নেতারা *** মুক্তিযুদ্ধের মূলনীতিকে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ *** কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক: প্রধান উপদেষ্টা *** জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে আলোচনা হয়নি: বিএনপি *** ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ *** ট্রাম্পের শুল্কের যে প্রভাব পশ্চিমবঙ্গের ১৫ হাজার গার্মেন্টসে *** বিস্ফোরণ-গুলি-ড্রোনের শব্দকে শ্রুতিমধুর সংগীতে রূপান্তর করছেন গাজার শিল্পী *** অশান্ত বিশ্বে সি–মোদির বন্ধুত্বের বার্তা

জয়ার নতুন ছবিটি প্রাপ্তবয়স্কদের জন্য!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী ৯ই ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত “পেয়ারার সুবাস” সিনেমাটি। নির্মাণ শুরুর আট বছর পর মুক্তি পেতে যাচ্ছে নুরুল আলম আতিক পরিচালিত এই ছবি

মুক্তি উপলক্ষে রবিবার (৪ঠা ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  সিনেমাটি  পরিচালক জানিয়েছেন ছবিটি প্রাপ্তবয়স্কদের জন্য ।

ছবিটি কেন প্রাপ্তবয়স্কদের জন্য জানতে চাইলে পরিচালক নুরুল আলম আতিক বলেন, “ছবিটির বিষয়বস্তু প্রাপ্তবয়স্কদের জন্য হওয়ায় আমরা বাচ্চাদের সিনেমা হলে আসতে বারণ করছি। আমার ধারণা, প্রাপ্তবয়স্ক এবং সাধারণ দর্শকেরা ‘পেয়ারার সুবাস’ দেখলে খুবই পছন্দ করবেন।”

তিনি বলেন, “আমরা তো তেমন গন্ধের ছবি দেখি না। পেয়ারার সুবাস-এ ঘ্রাণ হলও ট্রিগার পয়েন্ট। এটা শরীরের ঘ্রাণ। সুগন্ধি হতে পারে আবার দুর্গন্ধও হতে পারে। সুগন্ধের সঙ্গে প্রকৃতির একটি অদ্ভুত কারবার আছে। বিপরীত লিঙ্গের যাদের প্রাণ আছে, তারা ঘ্রাণ থেকে জোড়া বাঁধে। ‘পেয়ারার সুবাস’ ঘ্রাণ থেকে বিস্তৃতি লাভ করে। এ কারণে পেয়ারা নামের একটি মেয়ে ও গন্ধের তাড়নার জীবনে সম্পর্কগুলো অবস্থান দেখানো হচ্ছে এতে।”

সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী সুষমা সরকার সংবাদ সম্মেলনে বলেন, “ভালোবাসাহীন ভালোবাসার গল্প এটি। এখানে আমি যে চরিত্রটি করেছি, সেটা আমার জন্য নতুন। দর্শক সিনেমা হলে গিয়ে দেখলে আমাদের সার্থকতা আসবে।”

“পেয়ারার সুবাস” সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরও আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলম প্রমুখ।

আরো পড়ুন: বিমানে রচনাকে প্রেমের চিঠি!

ছবিটি প্রসঙ্গে জয়া আহসান বললেন, “আমি ছবিটি নিয়ে বলতে পারি, এটা একটা দুর্ধর্ষ ছবি। আতিক যে বিষয়টি নিয়ে ছবিটি নির্মাণ করেছে, এ ধরনের বিষয় সাধারণত কেউ স্পর্শ করে না। কেউ সাহস দেখায় না। সেই হিসেবে আতিক এমন একটা বিষয় নিয়ে ছবি নির্মাণের সাহস দেখিয়েছে।”

সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালে। নানা জটিলতা পেরিয়ে ২০২০ সালে শেষ হয় এর চিত্রায়ন। এরপর পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করতে লেগে যায় আরও তিন বছর। গত বছর ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে বাংলাদেশের সিনেমা “পেয়ারার সুবাস”।

এসি/


জয়া প্রাপ্তবয়স্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন