সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজায় শান্তি প্রতিষ্ঠায় আলোচকদের দ্রুত পদক্ষেপ নিতে বললেন ট্রাম্প *** গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে ইসির সংলাপ আজ, কাল নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে *** জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের *** অ্যানথ্রাক্স প্রতিরোধে রংপুর বিভাগে ৩০ লাখ টিকা সরবরাহ করবে এলআরআই *** ধনসম্পদের দেবী লক্ষ্মীর পূজা আজ *** শহিদুল আলমদের জাহাজের ওপর দিয়ে উড়ে গেল ‘ইসরায়েলি সামরিক বিমান’ *** ধর্ম অবমাননার বিরুদ্ধে আরও কঠোর আইন প্রয়োজন: ছাত্রশিবির *** ফেব্রুয়ারিতেই অমর একুশে বইমেলা চায় সাংস্কৃতিক ঐক্য *** দুই দশক পর গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার *** দায়িত্ব ছাড়ার আগে উপদেষ্টাদের পাসপোর্ট জব্দ করা উচিত: মাসুদ কামাল

স্বামীর লাশ গুম করতে কবর খুঁড়েছিলেন স্ত্রী, তবে...

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দুধের সঙ্গে মেশানো হয় ঘুমের ওষুধ। লাশ গুম করতে ঘরের মেঝে খুঁড়ে তৈরি করা হয় গর্ত। গর্তে ঢালাই দিতে মজুদ রাখা হয় সিমেন্ট-বালু। নিজের স্বামীকে মারতে এমনই মৃত্যুফাঁদ তৈরির অভিযোগ উঠেছে লাবণী আক্তার (২৮) নামে এক গৃহবধূর বিরুদ্ধে।

গত শুক্রবার (৩রা অক্টোবর) রাত আড়াইটার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের মুন্সি গ্রামে ঘটে এমন চাঞ্চল্যকর ঘটনা।

স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জের ও স্বামীর টাকা আত্মসাৎ করতে এমন কৌশল গ্রহণ করেন ওই নারী ও তার পরিবারের লোকজন।

ভুক্তভোগী স্বামীর নাম ঠান্ডু বেপারী (৩৫) । তিনি সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের ছলেনামা গ্রামের মিয়াচান বেপারীর ছেলে। ঢাকায় একটি ওয়ার্কশপ ব্যবসা পরিচালনা করেন ঠান্ডু বেপারী।

ঠান্ডুর পরিবারের দাবি, স্ত্রীর পরিবারকে ১১ লাখ টাকা ধার দিয়েছিলেন ঠান্ডু বেপারী। শুক্রবার রাতে শ্বশুরবাড়িতে পাওনা টাকা চাওয়ার জন্য যান তিনি।

সন্ধ্যার দিকে কৌশলে তাকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ পান করান স্ত্রী লাবণী আক্তার (২৮), শাশুড়ি শহিদা বেগম ও দাদি শাশুড়ি জনকী বেগম। একপর্যায়ে তিনি ঘুমিয়ে পড়লে তাকে হত্যার উদ্দেশে শোয়ার ঘর থেকে গর্ত খোঁড়া ঘরে নেওয়ার চেষ্টা করেন তারা।

এ সময় তার ঘুম ভেঙে যায়। এতে তার হাত-পা বেঁধে গলা কেটে হত্যার চেষ্টা করতে গেলে ঠান্ডুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে হাত-পা বাঁধা অবস্থায় তাকে রেখে বউ-শাশুড়িরা পালিয়ে যান। পরে আরও লোকজন জড়ো হয়ে ঠান্ডু বেপারীকে উদ্ধার করেন।

ঠান্ডুর চাচা রমযান আলীর ভাষ্য, শ্বশুরবাড়ির পাশে জমি কেনার জন্য বায়না করেন ভাতিজা ঠান্ডু। এ নিয়ে প্রায় ১১ লাখ টাকা শ্বশুরবাড়ির লোকজনের কাছে জমা দেন তিনি। শুক্রবার রাতে ঢাকা থেকে আরও প্রায় ৭০ হাজার টাকা নিয়ে আসেন ঠান্ডু। তার ইচ্ছে ছিল শ্বশুরবাড়ি এলাকায় জায়গা কিনে বসত শুরু করবেন।

মূলত ওই টাকা আত্মসাতের জন্য কৌশলে হত্যা করতে চেয়েছিলেন তারা। এছাড়া আগে থেকেই ঠান্ডুর সঙ্গে জমিজমা কেনা নিয়ে বিরোধ চলে আসছিল বলেও জানান তিনি।

এ ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায়। তিনি বলেন, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা। টাকা আত্মসাতের উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জে.এস/

ফরিদপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250