রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘আদর্শ হিন্দু হোটেল’-এ মোশাররফ করিম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৯ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

অরিন্দম শীল পরিচালিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ওয়েব সিরিজ 'আদর্শ হিন্দু হোটেল'-এ অভিনয় করতে চলেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তিনি এরইমধ্যে ওপার বাংলাতেও বাজিমাত করেছেন। অর্জন করেছেন সেখানকার নির্মাতাদের আস্থা। 

অরিন্দম শীল পরিচালিত ছয় পর্বের 'আদর্শ হিন্দু হোটেল' সিরিজে জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধবেন মোশাররফ। 

এ প্রসঙ্গে অরিন্দম বলেন, ক্যামেলিয়া প্রোডাকশন এই বছরই একটা ওটিটি প্ল্যাটফর্ম (ফ্রাইডে) আনছে। সেটার জন্যই ক্যামেলিয়া কিছু প্রোজেক্ট আনছে। এর মধ্যে ‘আদর্শ হিন্দু হোটেল’ প্রযোজনা করবেন অনিলাভ চট্টোপাধ্যায় এবং শর্মিষ্ঠা গোস্বামী চট্টোপাধ্যায়। 

“ওরা আমার দীর্ঘদিনের বন্ধু। আমাকে এই সিরিজটির পরিচালনার জন্য অনুরোধ করা হয়।” 

মোশাররফ করিম প্রসঙ্গে নির্মাতা বলেন, “উনি এটাতে কাজ করতে ভীষণ আগ্রহী এবং আমার সঙ্গে কাজ করতে চেয়েছেন। আমারও তার সঙ্গে কাজ করার দীর্ঘদিনের ইচ্ছে। সিরিজে হাজারি ঠাকুরের চরিত্রে তাকেই দেখা যাবে।” 

আরো পড়ুন: কিয়ারার হাতের দামী ঘড়ি নজর কাড়লো

অরিন্দম শীল আরও জানান, গল্পে রাণাঘাটের স্টেশনের পিছনের সেই হোটেল তুলে ধরতে সেট বানানো হচ্ছে। কারণ, তখনকার সেই রাণাঘাট, আর এখনকার রাণাঘাট তো আর এক নেই। তাই প্ল্যাটফর্ম, স্টেশন চত্বর সবই তৈরি করা হবে। 

“যেহেতু এটা একটা পিরিয়ড ড্রামা, এখানে কিছু ভিঅফএক্সের কাজও রয়েছে। একটা দারুণ কাজ হতে চলেছে। এখানে পদ্ধঝির চরিত্রে অনন্যা চট্টোপাধ্যায় অভিনয় করছেন।” 

'আদর্শ হিন্দু হোটেল' এ মোশাররফ-অনন্যা ছাড়াও থাকছেন শুভ্রজিৎ দত্ত, অসীম রায়চৌধুরী, লোকনাথ দে, উষসী রায়, রেশমী সেন, সামিউল আলম ও অমিত সাহা। 

সিরিজটির সঙ্গীত পরিচালনা করবেন বিক্রম ঘোষ, চিত্রনাট্য লিখেছেন শুভেন্দু দাসমুন্সি।

সূত্র:হিন্দুস্তান টাইমস 

এসি/  আই.কে.জে


মোশাররফ করিম ‘আদর্শ হিন্দু হোটেল’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন