শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর *** দুই দশক পর ২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান

মাছের উৎপাদন বাড়াতে প্রযুক্তিসেবা সম্প্রসারণ করবে সরকার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

সরকার মৎস্য খাতে উৎপাদন বাড়াতে এবং গ্রামীণ অর্থনীতি উন্নয়নের লক্ষ্যে ৭৫ কোটি টাকা ব্যয়ে ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)’ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। প্রকল্পটির প্রস্তাব ইতোমধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।

গত ২১শে অক্টোবর পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সাবেক সদস্য মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ২০২৪ সালে শুরু হয়ে ৪ বছর মেয়াদি এ প্রকল্পটি জুন ২০২৮ পর্যন্ত চলবে, যা মৎস্য অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হবে।  

প্রকল্পটির মূল লক্ষ্য মৎস্য চাষ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানো এবং আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা। দেশের ২৫০টি উপজেলায় ২ হাজার ৫০০টি প্রদর্শনী স্থাপন করা হবে, যেখানে গৃহস্থালি পুকুরে মাছ চাষের কৌশল দেখানো হবে। প্রকল্পের অধীনে মাঠ পর্যায়ে সহকারী নিয়োগ, মৎস্য চাষিদের প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি অন্তর্ভুক্ত থাকবে।

সভায় সুপারিশ করা হয় প্রকল্পটির ব্যয় ৫০ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে এবং বাস্তবায়নে নতুন জনবল নিয়োগ না করে মৎস্য অধিদপ্তরের নিজস্ব জনবল ব্যবহার করতে হবে। এছাড়া প্রথম ও দ্বিতীয় পর্যায়ের স্থাপিত প্রদর্শনীগুলোর বর্তমান অবস্থা ডিপিপিতে উল্লেখ করতে হবে এবং পুনর্গঠন শেষে পরিকল্পনা কমিশনে পুনরায় জমা দিতে হবে।  

ওআ/ আই.কে.জে/

মাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250