রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মুম্বাইয়ে অরিজিতের কনসার্টের টিকিটের মূল্য লাখ টাকা *** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম *** রেমিট্যান্সে সুখবর : ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার *** রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হয়ে পড়েছে : পররাষ্ট্র উপদেষ্টা

প্রাইম ব্যাংক আয়োজিত বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৪

#

প্রাইম ব্যাংক আয়োজিত বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকার নিকেতনে অবস্থিত প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হলে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন (ডস-২) বিভাগের পরিচালক আ. ন. ম মইনুল কবীর এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডস-২ এর অতিরিক্ত পরিচালক সুরভি ঘোষ। রিসোর্স পারসন হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডস-২ এর যুগ্ম পরিচালক মোহাম্মদ আরিফ হাসান ও মোসাম্মৎ নাজমিন নাহার।

প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জিয়াউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

কনফারেন্সে প্রায় ২০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন শাখা অপারেশন ম্যানেজার, এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি এবং রিস্ক ম্যানেজমেন্ট ফোরামের সদস্যরা।

অভিজ্ঞ কেন্দ্রীয় ব্যাংকাররা ঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালা এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা নিয়ে বিশদ আলোচনা করেন। তারা ব্যাংকিং খাতের বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং প্রাইম ব্যাংকের সার্বিক ঝুঁকি ব্যবস্থাপনা ও শক্তিশালী ঝুঁকি সংস্কৃতির জন্য প্রশংসা করেন।

আরো পড়ুন : আন্তর্জাতিক মানসম্পন্ন ডায়াপারসহ চার পণ্য বাজারে আনলো রেডিয়েন্ট কেয়ার

প্রাইম ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ জসিম উদ্দিন এবং উপ-প্রধান কাজী নাইম মোরশেদ ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনার চর্চা এবং অন্যান্য ঝুঁকি, বিশেষত পরিচালন ঝুঁকির প্রভাব সম্পর্কে অংশগ্রহণকারীদেরকে ব্রিফ করেন। তারা ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে সবার সম্মিলিত অংশগ্রহণের ওপর জোর দেন, যাতে ঝুঁকিগুলো আগেই চিহ্নিত করে তা সমাধান করা যায়। তারা বিদ্যমান ঝুঁকি ব্যবস্থাপনা চর্চাকে আরো শক্তিশালী করার আহ্বান জানান, যাতে করে ভবিষ্যতের ঝুঁকিসমূহ মোকাবিলা করা যায়।

প্রাইম ব্যাংক ঝুঁকি শনাক্তকরণে অগ্রণী ভূমিকা পালনকারীদের স্বীকৃতি হিসেবে প্রশংসাপত্র এবং ক্রেস্ট প্রদান করে সম্মানিত করে।

সম্মেলনের সমাপ্তিতে মো. জিয়াউর রহমান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এবং সম্মেলনে অংশগ্রহণকারীদেরকে ধন্যবাদ জানান। তিনি অংশগ্রহণকারীদেরকে সম্মেলনে অর্জিত অভিজ্ঞতা নিজ নিজ কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগের আহ্বান জানান।

এস/ আই.কে.জে/

প্রাইম ব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন