রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ *** ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের হুমকির পর ভারতকে পারমাণবিক বোমার ভয় দেখালেন আসিম মুনির *** এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে: হাসনাত আবদুল্লাহ *** দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি, অপেক্ষায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স *** আ. লীগ ফিরলে শেখ হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান *** ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা প্রত্যাখ্যান, ভুখা মিছিল ৩টায় *** তালেবান শাসকদের অবশ্যই ভারত–সমর্থিত জঙ্গিগোষ্ঠীকে দমন করতে হবে: পাকিস্তানি সেনাপ্রধান *** আফগানিস্তানের ভাবা উচিত, পাকিস্তান তার ভাইপ্রতিম ইসলামি দেশ: শহীদ আফ্রিদি *** ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ রাজি পাকিস্তান–আফগানিস্তান, ক্রিকেট সিরিজ বাতিল *** আন্দোলনের মধ্যেই ফের বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা

বন্যার পানিতে মাছ ধরতে নানা রকম জাল বেচাকেনার ধুম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫২ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

হঠাৎ করেই নানা বয়সী মানুষ ভ্রাম্যমাণ জালের দোকানে ভিড় করছেন। যে যার চাহিদা অনুযায়ী জাল কিনছেন। বুধবার (২৮শে আগস্ট) বিকেলে সদর বাজার ও ধান্যদৌল বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। 

মূলত বন্যার থইথই পানিতে মাছ ধরতে নানান রকম জাল (ফাঁদ) বেচাকেনার ধুম পড়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বিভিন্ন হাটবাজারে। 

খোঁজ নিয়ে জানা যায়, টানা বর্ষণ, উজানের ঢল ও গোমতী নদী এবং সালদা নদীর বেড়িবাঁধ ভেঙে বন্যায় প্লাবিত হয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া। দীর্ঘ ২০ বছর পর এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে ব্রাহ্মণপাড়াবাসী। চারদিকে থইথই পানি। ভেসে গেছে অসংখ্য পুকুর, খাল ও নদীনালার মাছ। এসব মাছ ছড়িয়ে গেছে বন্যার পানিতে। বিভিন্ন রকম ফাঁদ পেতে এই মাছ ধরছেন স্থানীয় লোকজন। যার ফলে বাজারে মাছ ধরার জালের (ফাঁদ) চাহিদা বেড়েছে। এসব জালের মধ্যে রয়েছে ঝাঁকি জাল, কনুই জাল, কইয়া জাল, ম্যাজিক জাল, বুচনা জাল, ভেসাল জাল, হাত জাল, কুঁড়োজাল, ব্যাগ জাল, ভাসা জাল, ঠেলাজাল অন্যতম। তবে অঞ্চলভেদে এসব জালের নামের ভিন্নতা রয়েছে।

আরও পড়ুন: ইউটিউব দেখে সৌদির খেজুর চাষে সফল সাইফুল

জাল কিনতে আসা উপজেলার দুলালপুর এলাকার বাসিন্দা বশির আহমেদ বলেন, বন্যার পানিতে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। অনেকের মতো আমিও বাজারে এসেছি। দরদাম করছি, দামে বনে গেলে দুটো ম্যাজিক আর একটি কনুই জাল কিনব।

উপজেলার নাগালই এলাকার বাসিন্দা হিরন মিয়া বলেন, এ বছর বন্যায় সব পুকুরের মাছ বেরিয়ে গেছে, তাই বন্যার পানিতে সব জায়গায় মাছ পাওয়া যাচ্ছে। আমার ভেসাল জাল পাতা আছে, আরও একটি কিনতে বাজারে এসেছি।

জাল বিক্রেতা আলতাফ হোসেন বলেন, একেকদিন একেক বাজারে গিয়ে মাছ ধরার এসব জাল বিক্রি করে থাকি। এ বছর ব্যবসা ভালো যাচ্ছে। বন্যায় জালের যে চাহিদা তা আমার ব্যবসায়ী বয়সে আর দেখিনি। বিশেষ করে কনুই জাল, ম্যাজিক জাল ও ভেসাল জালের চাহিদা গ্রাহকদের কাছে বেশি।

এসি/ আই.কে.জে


বন্যার পানি ভ্রাম্যমাণ জাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250