শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা *** ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস *** তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির *** গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ *** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন *** ইসরায়েলি কারাগার থেকে ইস্তাম্বুলের পথে শহিদুল আলম

সফল হতে চান? রিচার্ড ব্র্যানসনের এই পরামর্শ জানুন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ৭ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

ব্রিটিশ বিনিয়োগকারী প্রতিষ্ঠান ভার্জিন গ্রুপের সুনাম আজ বিশ্বজোড়া। প্রতিষ্ঠানটির ব্যবসা বিমান ও টেলিযোগাযোগ থেকে শুরু করে মহাকাশযান পর্যন্ত বিস্তৃত। প্রতিষ্ঠানটির অন্যতম কর্ণধার রিচার্ড ব্র্যানসন। তবে তার এই সফলতার রহস্য কী? আপনিও কি তার মতো সফল হতে চান? রিচার্ড ব্র্যানসনের এই পরামর্শ জানুন-

মার্কিন ম্যাগাজিন ফোর্বস–এর মতে, প্রতিষ্ঠানটির অন্যতম কর্ণধার রিচার্ড ব্র্যানসনের বর্তমান সম্পদের পরিমাণ প্রায় আড়াই বিলিয়ন মার্কিন ডলার। তার এই অঢেল সম্পদের পেছনে অনেকেই শুধু ভার্জিন গ্রুপের আয়কেই প্রধান নিয়ামক বলে মনে করেন। তবে বেশির ভাগের এই ধারণা তিনি গ্রহণ করতে নারাজ। তার নামের আগে বিলিনিয়ার বা ধনকুবের বিশেষণ ব্যবহার করাকেও তিনি ‘অপমান’ হিসেবে ধরে নেন।

এই ব্রিটিশ ব্যবসায়ী বলেন, ‘টাকা দিয়ে কারোর সফলতা পরিমাপ করা যায় না। অর্থ উপার্জনকে জীবনের মূল লক্ষ্য হিসেবে দাঁড় করানোটা খুবই দুঃখজনক। হয়তো মার্কিন মুলুকে বিলিয়নিয়ার হওয়াটা সফলতার একটি প্রতীক হিসেবে ধরা হয়, কিন্তু এটি আমার মনে পীড়া দেয়।’

আরো পড়ুন : নিজের এই ৫ বিষয় কখনো কাউকে বলবেন না

তাহলে ব্র্যানসনের কাছে সফলতা মানে কী

সফলতার মানে খুঁজতে গিয়ে ব্র্যানসন বলেন, ‘আপনি যাদের নিয়ে কাজ করেন এবং আপনার কর্মীরা যা কিছু করে, সেসবই আপনার সফলতা।’

ব্র্যানসন নতুন কোনো উদ্যোগ চালু করার আগে নিজেকে প্রধানত দুটি প্রশ্ন করেন। তা হলো—১. আমি যা শুরু করতে চলেছি, তা কি বাকিদের চেয়ে ভালো কিছু হবে? ২. আমি যা শুরু করতে চলেছি, তা কি সত্যিই আলাদা কিছু?

আর্থিক সফলতা তিনি পেয়েছেন। তবুও ব্র্যানসন দৃঢ়ভাবে বিশ্বাস করেন, অর্থ উপার্জন কখনোই তার মূল অনুপ্রেরণা ছিল না।

সফল হওয়ার জন্য ব্র্যানসনের পরামর্শ

ব্র্যানসন বলেন, ‘সব সময় সুযোগ খুঁজতে থাকুন, লেগে থাকুন। এতে আপনি আনন্দ পাবেন এবং আপনার সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আমাদের জীবন একটাই। এই জীবনে যদি শুধু রোজগারের জন্য কাজ করে যান, তা হবে খুবই দুঃখজনক।

হ্যাঁ, অবশ্যই সফলতা যে আপনার কাছে ধরা দেবে, তার নিশ্চয়তা আপনাকে কেউ দেয়নি। আপনি যদি নিজের আগ্রহের পেছনে ছোটেন, আপনার যদি মেধা এবং অধ্যবসায় থাকে, তাহলে একদিন সফলতা ধরা দেবেই।

সময় এমন এক সম্পদ, যা ফুরিয়ে গেলে আর ফিরে পাওয়া সম্ভব না। আমি চেয়েছি এমন জায়গায় নিজেকে নিয়ে যেতে, যেখানে আমি যেভাবে সময় ব্যয় করতে চাই, সেভাবেই যেন তা করতে পারি। আমার জন্য এটিই ছিল অনুপ্রেরণা।’

সূত্র: সিএনবিসি

এস/ আই.কে.জে/ 

রিচার্ড ব্র্যানসন সফলতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250