বুধবার, ৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকায় বিরল খনিজ পাঠাল পাকিস্তান *** বাংলাদেশে বাড়ছে পাকিস্তানি শিল্পীদের ব্যস্ততা *** একদিকে সংঘাত বন্ধের জন্য আলোচনা, অন্যদিকে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল *** জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ *** মাদ্রাসা ক্রিকেট চালু করবে বিসিবি *** প্রথমবার ইউনেসকো সাধারণ পরিষদের প্রেসিডেন্ট হলো বাংলাদেশ *** আওয়ামী লীগ ফিরে আসা মানেই অভ্যুত্থান মিথ্যা: সারজিস আলম *** রপ্তানি, রেমিট্যান্স ও রিজার্ভে ভর করে ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি: বিশ্বব্যাংক *** তারেক রহমানের সাক্ষাৎকারে কী কী প্রাপ্তি দেখছেন বিশ্লেষকেরা *** মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই: সারজিস

অভিনেত্রীকে যৌন হয়রানির অভিযোগে নির্মাতা গ্রেপ্তার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

এক অভিনেত্রীকে যৌন হয়রানির অভিযোগে দক্ষিণ ভারতীয় পরিচালক, অভিনেতা ও প্রযোজক বি আই হেমন্ত কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৬ অক্টোবর) বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। তার বিরুদ্ধে যৌন হেনস্তা, প্রতারণা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

২০২২ সালে হেমন্ত ওই অভিনেত্রীর কাছে গিয়ে একটি সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন। দুই পক্ষের মধ্যে দুই লাখ রুপির চুক্তি স্বাক্ষরিত হয়, যার অগ্রিম হিসেবে অভিনেত্রী পেয়েছিলেন ৬০ হাজার রুপি। কিন্তু শুটিং শুরু করতে অনেক দেরি হয়।

হেমন্ত সেই সময় অভিনেত্রীকে অশ্লীল দৃশ্যে অভিনয় করার জন্য প্ররোচিত করেন। অভিযোগে আরও বলা হয়েছে, মুম্বাই ভ্রমণের সময় হেমন্ত অভিনেত্রীকে অযাচিতভাবে স্পর্শ করেন। যখন তিনি (অভিনেত্রী) প্রতিরোধ করেছিলেন, তখন হেমন্ত হুমকি দেন বলে অভিযোগে বলা হয়েছে।

অভিনেত্রী অভিযোগ করেছেন, হেমন্ত অর্থের অনিয়ম করেছেন এবং তার অনুমতি ছাড়া ছবি ও অপ্রকাশিত দৃশ্য অনলাইনে প্রকাশ করেছেন। একটি চেক বাউন্স হয়েছে এবং সিনেমার সেন্সর না হওয়া ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হয়েছে।

হেমন্তকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয়েছে। স্থানীয় পুলিশ বলছে, তদন্ত চলছে। এ বিষয়ে তারা শিগগিরই বিবৃতি দিয়ে বিস্তারিত জানাবে।

জে.এস/

গ্রেপ্তার বি আই হেমন্ত কুমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250