শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

চালের বস্তায় জাতের নাম ও উৎপাদন খরচ লিখতে হবে: খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০১ পূর্বাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

চালকল অথবা মিল গেট থেকেই চালের বস্তার ওপরে জাত ও উৎপাদন খরচ লেখা থাকতে হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, মিল পর্যায়ে এটি বাস্তবায়ন করবে খাদ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) সচিবালয়ে খাদ্য, বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়ের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, কোন জেলায় কোন জাতের চাল কী পরিমাণ উৎপাদন হয় এবং উৎপাদন খরচ কত সেসব তথ্য আগামী ২০শে ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, কৃষিপণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণে সরকার কঠোর হচ্ছে। উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে কোনো কারসাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত পণ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: দেশে বাণিজ্য বাড়াতে এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান প্রতিমন্ত্রীর

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাজার মনিটরিং করে কোন মৌসুমে কোন পণ্য কখন আমদানি ও রফতানি করতে হবে তার একটা সুনির্দিষ্ট তালিকা করবে মন্ত্রণালয়।

বাজারে ইতিবাচক পরিবর্তন ও অপেক্ষায় থাকার আহ্বান জানিয়ে আহসানুল ইসলাম টিটু বলেন, চিনি ও ভোজ্যতেলের আমদানি শুল্ক কমানোর বিষয়ে বৃহস্পতিবারের আগেই এনবিআর ঘোষণা দেবে।

এসকে/ 

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার চালের বস্তা জাতের নাম উৎপাদন খরচ

খবরটি শেয়ার করুন